মাঠে নামার আগেই বড় শাস্তি পেলেন হাসারাঙ্গা
অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে লাল বলের ক্রিকেটে ফেরার ঘোষণা দেন লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে এই সিরিজে খেলা হচ্ছে না তার। আইসিসির আচরণবিধি ভাঙায় বড় শাস্তি পেয়েছেন এই তারকা ক্রিকেটার।
গতকাল মঙ্গলবার (১৯ মার্চ) এক বিবৃতির মাধ্যমে হাসারাঙ্গার শাস্তির বিষয়টি নিশ্চিত করে আইসিসি। তৃতীয় ও শেষ ওয়ানডেতে আইসিসির আচরণ বিধির ২.৮ ধারা লঙ্ঘন করেন হাসারাঙ্গা। যেখানে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ প্রদর্শন’ করার বিষয়টি।
এ ঘটনায় হাসারাঙ্গার ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। এ নিয়ে ২৪ মাসের মধ্যে আটটি ডিমেরিট পয়েন্ট হলো তার। নিয়ম অনুযায়ী, আটটি ডিমেরিট পয়েন্ট চারটি নিষেধাজ্ঞা পয়েন্টে রূপ নেবে। ফলে তিনি দুই টেস্ট বা চার ওয়ানডে কিংবা চারটি টি-টোয়েন্টিতে নিষিদ্ধ হবেন (যে সংস্করণের খেলা আগে)। হাসারাঙ্গাকে টেস্ট দলে রাখা হয়েছে বলে তার নিষেধাজ্ঞা কার্যকর হবে এ সিরিজেই।
এদিকে, আম্পায়ারদের অবমাননা করে শাস্তি পেয়েছেন অধিনায়ক কুশল মেন্ডিসও। ম্যাচের পর হাত মেলাতে গিয়ে আম্পায়ারদের অবমাননা করেন শ্রীলঙ্কা অধিনায়ক। এ ক্ষেত্রে কোড অব কন্ডাক্টের ২.১৩ ধারা ভেঙে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার পাশাপাশি তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন মেন্ডিস। তার ক্ষেত্রে অবশ্য দুই বছরের ব্যাপ্তিতে এটিই প্রথম অপরাধ।