হৃদয়ের এবার টেস্ট অভিষেকের পালা
ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাংলাদেশের অন্যতম নির্ভরতা হয়ে উঠছেন তাওহিদ হৃদয়। টপ অর্ডারে ব্যাট হাতে নিজেকে প্রমাণ করে আসছেন গত এক বছর ধরে। রঙিন পোশাকে জাতীয় দলে নিয়মিত হৃদয় এবার অপেক্ষায় আছেন সাদা পোশাকে মাঠে নামার। মুশফিকুর রহিমের চোটে তার জন্য খুলেছে টেস্ট দলের দরজা।
সফল ওয়ানডে সিরিজ শেষে টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। আগামীকাল শুক্রবার (২২ মার্চ) থেকে সিলেটে শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এর আগে ১৯ মার্চ সিরিজকে সামনে রেখে ঘোষিত হয় বাংলাদেশের স্কোয়াড। তবে, আঙ্গুলের চোটে মুশফিকুর রহিম বাদ পড়েন টেস্ট সিরিজ থেকে।
শেষ ওয়ানডেতে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান মুশফিক। প্রাথমিক চিকিৎসা শেষে হাতে টেপ পেঁচিয়ে খেলা চালিয়ে যান। সেটি গুরুতর কি না তখন জানা যায়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে জানিয়েছিলেন, আঙ্গুলে চিড় ধরেছে মুশফিকের। এতে কমপক্ষে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। তবে, এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। শেষ মুহূর্ত পর্যন্ত তার জন্য অপেক্ষা করবে দল। কিন্তু, চোট তাকে ফিরতে দিল না।
মুশফিকের বিকল্প হিসেবে গতকাল হৃদয়ের নাম ঘোষণা করেছে বিসিবি। দলের সঙ্গে যোগ দিতে আজ সিলেট পৌঁছাবেন তিনি। এর আগে গত বছরের মার্চে জাতীয় দলে অভিষিক্ত হন হৃদয়। এখন পর্যন্ত খেলেছেন ৩০টি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টি।