সিলেটে টস জিতল বাংলাদেশ, নাহিদ রানার অভিষেক
বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই মানে টানটান উত্তেজনা। সাম্প্রতিক দ্বৈরথ সেই লড়াইয়ে বাড়তি মাত্রা যোগ করেছে। সর্বশেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও দেখা গেছে দুদলের প্রতিযোগিতাপূর্ণ মনোভাব। এবার টেস্ট সিরিজের পালা। সিলেটে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ।
আজ শুক্রবার (২২ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচে অভিষেক হচ্ছে পেসার নাহিদ রানার। বিপিএলে দারুণ বল করে নজর কাড়েন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে যে ধারাবাহিকতায় বাংলাদেশ সাফল্য পাচ্ছে, টেস্টের রেকর্ড আবার ভিন্ন। শেষ ছয় ম্যাচের তিনটি ড্র করেছে। তিনটি হেরেছে। তাদের বিপক্ষে একমাত্র জয় ২০১৭ সালে কলম্বোতে। ফরম্যাট অনুযায়ী পারফরম্যান্সে পার্থক্যের ব্যবধান বিরাট। শান্তদের প্রথম চ্যালেঞ্জ এই পার্থক্যকে কমিয়ে আনা।
লঙ্কানদের বিপক্ষে কখনো ঘরের মাঠে সাদা পোশাকে জিততে পারেনি বাংলাদেশ। সে হিসেবে এই ম্যাচে বাংলাদেশের সামনে রয়েছে ইতিহাস গড়ার হাতছানি। নিয়মিত অধিনায়ক শান্তর নেতৃত্বে ওয়ানডের পর টেস্টেও আধিপত্য দেখাবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সমর্থকদের।