দ্বিতীয় সেশনে লঙ্কান ব্যাটারদের টিকে থাকার লড়াই
আকস্মিক আঘাতে প্রথম সেশনে লণ্ডভণ্ড হয়ে যায় শ্রীলঙ্কার ব্যাটিং স্তম্ভ। মাত্র ৫৭ রানে পাঁচ উইকেট হারানো দলটি অবশ্য ঘুরে দাঁড়িয়েছে। আর কোনো উইকেট না হারিয়ে পার করেছে শতরান। ষষ্ঠ উইকেট জুটিতে দলকে খাদের কিনারা থেকে টেনে তুলতে পেরেছেন অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। দুজনের জুটি ইতোমধ্যে ৬০ রান পার করেছে। বেশ আগ্রাসী ঢংয়ে ব্যাট করছেন তারা। দ্বিতীয় সেশনে এখনও উইকেটের দেখা পায়নি বাংলাদেশ।
পেসারদের দাপটে প্রথম সেশন বাংলাদেশের
সিলেটে শেষ হয়েছে প্রথম টেস্টের প্রথম দিনের প্রথম সেশন। আগে ব্যাট করা শ্রীলঙ্কার সংগ্রহ ২২ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৯২ রান। কামিন্দু মেন্ডিসকে নিয়ে পরিস্থিতি সামাল দিয়েছেন ধনঞ্জয়া ডি সিলভা। অপরাজিত থেকে মধ্যাহ্ন বিরতিতে গেছেন দুই ব্যাটার। খালেদের তিন আঘাতের পর অ্যাঞ্জেলো ম্যাথুসের রান আউটে ব্যাকফুটে যায় শ্রীলঙ্কা। এরপর দিনেশ চান্দিমালকে মেহেদী হাসান মিরাজের ক্যাচ বানিয়ে ফেরান শরিফুল ইসলাম। ৫৭ রানে পাঁচ উইকেট হারানো লঙ্কানদের চোখ রাঙাচ্ছিল বাজে কিছুই।
দেশজুড়ে গত দুদিনের আবহাওয়া ছিল থমথমে। মেঘলা আকাশে বসন্ত আর বর্ষার মিলে ভিন্ন আবহ তৈরি করেছিল। প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা সিলেটে আজকের সকালটা রোদ্রোজ্জ্বল। ঝলমলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শুরুটাও হয়েছে রঙিন।
স্কোরবোর্ডে ৪৭ রান তুলতে নেই শ্রীলঙ্কার চার উইকেট। সাদা পোশাকে সকালটা রাঙিয়ে তুলেছেন পেসার খালেদ আহমেদ। তিন উইকেটের সবগুলোই তার শিকার। প্রথমে ওপনার নিশান মাদুষ্কাকে (২) মেহেদী হাসান মিরাজের ক্যাচ বানিয়ে ফেরান। দ্বিতীয় ওভারেই আসে প্রথম সাফল্যের দেখা। আরক ওপেনার দিমুথ করুনারত্নে ১৭ রান করে খালেদের বলে বিভ্রান্ত হয়ে বোল্ড হন। ১৬ রান করা কুশল মেন্ডিসকে জাকির হাসানের তালুবন্দি করে সাজঘরের পথ দেখান খালেদ। নাজমুল হোসেন শান্তর থ্রোতে রানআউট হয়ে আসা যাওয়ার মিছিলে সামিল হন শিকার অ্যাঞ্জেলো ম্যাথুস (৫)।
সিলেটে টস জিতল বাংলাদেশ, নাহিদ রানার অভিষেক
আজ শুক্রবার (২২ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচে অভিষেক হয়েছে পেসার নাহিদ রানার। বিপিএলে দারুণ বল করে নজর কাড়েন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে যে ধারাবাহিকতায় বাংলাদেশ সাফল্য পাচ্ছে, টেস্টের রেকর্ড আবার ভিন্ন। শেষ ছয় ম্যাচের তিনটি ড্র করেছে। তিনটি হেরেছে। তাদের বিপক্ষে একমাত্র জয় ২০১৭ সালে কলম্বোতে। ফরম্যাট অনুযায়ী পারফরম্যান্সে পার্থক্য ব্যবধান। শান্তদের প্রথম চ্যালেঞ্জ এই পার্থক্যকে কমিয়ে আনা।
লঙ্কানদের বিপক্ষে কখনও ঘরের মাঠে সাদা পোশাকে জিততে পারেনি বাংলাদেশ। সে হিসেবে এই ম্যাচে বাংলাদেশের সামনে রয়েছে ইতিহাস গড়ার হাতছানি।