সিলেট টেস্ট : বোলারদের আলো ছড়ানোর দিনে ব্যাটিংয়ে অন্ধকার
সিলেটের উইকেট পেসবান্ধব। সেখানে বাংলাদেশের পেসাররা নিজেদের কাজটা করেছেন ঠিকঠাক। শ্রীলঙ্কার ১০ উইকেটের সাতটিই নিয়েছেন পেসাররা। সফররতদের প্রথম ইনিংসে বেঁধে ফেলেন অল্প রানে। তবে, ব্যাটিংয়ের শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ। শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩২ রানে তিন উইকেট হারিয়ে দিন শেষ করেছে তারা। ঝলমলে দিনের সাফল্য তাই অনেকটাই মলিন ফ্লাডলাইটের সন্ধ্যায়। আগামীকাল শনিবার (২৩ মার্চ) শ্রীলঙ্কার চেয়ে ২৪৮ রানে পিছিয়ে থেকে প্রথম ইনিংসের দ্বিতীয় দিন শুরু করবে স্বাগতিকরা।
টেস্টের বিচারে প্রথম ইনিংসে ২৮০ খুব আহামরি রান নয়। সেই হিসেবে বলা যায়, শ্রীলঙ্কাকে অল্পতে থামিয়েছে বাংলাদেশ। প্রথম টেস্টের প্রথম দিনেই লঙ্কানদের অলআউট করে ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকরা। সিলেটের পেসবান্ধব উইকেটে অবশ্য ব্যাট হাতে ধুঁকেছে বাংলাদেশও। তিনটি উইকেট নিয়েছেন লঙ্কান পেসাররা।
দলীয় ১১ রানে ওপেনার জাকির হাসানকে লেগ বিফোরের ফাঁদে বিশ্ব ফার্নান্দো। জাকিরের ব্যাট থেকে আসে আট রান। ওয়ানডাউনে নামা নাজমুল হোসেন শান্তকেও ফেরার পথ দেখান ফার্নান্দো। পাঁচ রান করে লেগ বিফোর হন শান্ত। জাকির-শান্ত দুজনই আউটের বিপরীতে আবেদন করেছিলেন, নষ্ট হয়েছে দুটো রিভিউই।
সুবিধা করতে পারেননি মমিনুল হকও। বাংলাদেশের টেস্ট বিশেষজ্ঞ মাত্র পাঁচ রান করে কাসুন রাজিথার বলে কামিন্দু মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।
রিভিউ দুটো নষ্ট হওয়ায় একদিক দিয়ে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। রিভিউর নিয়ম অনুযায়ী, সেটি সফল হলে বহাল থাকে। ব্যর্থ হলে বাদ হয়। আর টেস্টে প্রতি ৮০ ওভার পর পুনরায় রিভিউ দেওয়া হয়। ফলে, এর আগে বাংলাদেশের অন্য ব্যাটাররা চাইলেও সন্দেজনক আউটের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন না।
দ্বিতীয় দিনে বাংলাদেশের হয়ে ব্যাটিং শুরু করবেন ওপেনার মাহমুদুল হাসান জয় এবং নাইটওয়াচম্যান হিসেবে নামা তাইজুল ইসলাম।
এর আগে প্রথম টেস্টের প্রথম ইনিংসে প্রথম দিনেই আজ অলআউট হয় সফররত শ্রীলঙ্কা। ৬৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে দলটির সংগ্রহ ২৮০ রান।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা প্রথম ইনিংস : ৬৮ ওভারে ২৮০/১০ (নিশান ২, দিমুথ ১৭, কুশল ১৬, ম্যাথুস ৫, চান্দিমাল ৯, ধনঞ্জয় ১০২, কামিন্দু ১০২, প্রভাত ১, রাজিথা ৬*, ফার্নান্দো ৯, কুমারা ০; শরিফুল ১৪-০-৫৯-১, খালেদ ১৭-২-৭২-৩, নাহিদ ১৪-২-৮৭-৩, তাইজুল ১৩-৬-৩১-১, মিরাজ ১০-১-২৫-০)
বাংলাদেশ প্রথম ইনিংস : ১০ ওভারে ৩২/ ৩* (জয় ৯*, জাকির ৯, শান্ত ৫, মমিনুল ৫, তাইজুল ০* ; ফার্নান্দো ৫-১-৯-২, রাজিথা ৫-০-২০-১)