ফিফটির আক্ষেপ নিয়ে তাইজুলের বিদায়
সিলেট টেস্টের প্রথম দিনশেষে তিন উইকেট হারিয়ে এমনিতেই ব্যাকফুটে ছিল বাংলাদেশ। এর ওপর দ্বিতীয় দিনের প্রথম সেশনে ফেরেন তিন ব্যাটার দিপু, জয় ও লিটন। সবমিলিয়ে বেশ চাপে থেকেই লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ। তবে, একপ্রান্ত আগলে লড়াই করে যান তাইজুল। আশা জাগিয়েও ফিফটির আক্ষেপ নিয়ে ফিরলেন সাজঘরে।
আজ শনিবার (২৩ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৪৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় সেশন শুরু করে বাংলাদেশ। তবে, লাঞ্চের পর বেশিক্ষণ টিকতে পারেননি তাইজুল। দলীয় ১৪০ রানের মাথায় রাজিথার বলে ম্যান্ডিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। সাজঘরে ফেরার আগে করেন ৮০ বলে ৪৭ রান।
অস্বস্তি নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দিনের ব্যাটিং ব্যর্থতা দ্বিতীয় দিনেও অব্যাহত থাকলো বাংলাদেশের। প্রথম ঘণ্টায় বেশিক্ষণ টিকতে পারেননি মাহমুদুল হাসান জয় ও শাহাদাত হোসেন। তার পর লিটন-তাইজুলের ব্যাটে ভালো প্রতিরোধ গড়ে উঠেছিল। কিন্তু লাঞ্চের আগে লিটনকে ফিরিয়ে ৪১ রানের জুটি ভেঙে নিজেদের কর্তৃত্ব ধরে রেখেছে লঙ্কানরা। প্রথম সেশনের তিনটি উইকেটই নিয়েছেন কুমারা।
ব্যাটারদের ওপর নির্ভর করছে বাংলাদেশের ভাগ্য
দারুণ শুরুর পরও সিলেট টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ। ৫৭ রানে ৫ উইকেট তুলে নেওয়ার পর অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। ২০২ রানের জুটি গড়েন ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। দুজনই সেঞ্চুরিও করেছেন। তাতে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ২৮০ রান। শেষ বিকালে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশও পড়ে যায় ব্যাটিং বিপর্যয়ে। ৩ উইকেট হারিয়ে ৩২ রান তুলে দিন শেষ করেছে বাংলাদেশ। এই অবস্থায় সিলেট টেস্টের গতিপথ অনেকটাই নির্ভর করছে দ্বিতীয় দিনের সকালে বাংলাদেশের ব্যাটিংয়ের ওপর।