এবার ম্যাথিউসকে ফেরালেন তাইজুল
৯২ রানের লিড নিয়ে সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে শ্রীলঙ্কা। নাহিদ রানার বোলিং তোপে চা বিরতির আগে এক উইকেট হারিয়ে কিছুটা ধাক্কা খায় লঙ্কানরা। বিরতির পর মেন্ডিসকে ফিরিয়ে সফরকারীদের বিপদ বাড়ায় রানা। এবার অভিজ্ঞ ম্যাথিউসকে ফিরিয়ে নিজের প্রথম উইকেট তুলে নিলেন তাইজুল। ২৪ বলে ২২ করে সাজঘরে ফেরেন ডানহাতি এই ব্যাটার।
রানার দ্বিতীয় শিকার কুশল মেন্ডিস
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চা বিরতির আগে ১১১ রানের লিড নেয় শ্রীলঙ্কা। বিরতি শেষে মাঠে ফিরলেও ক্রিজে থিতু হতে পারেননি মেন্ডিস। নাহিদ রানার বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। আউটের আগে করেন ১০ বলে ৩ রান।
শতরানের লিড পেরিয়ে চা বিরতিতে শ্রীলঙ্কা
খালেদ-শরিফুলদের ব্যাটিং দৃঢ়তায় সিলেট টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ১৮৮ রানে থেমেছে বাংলাদেশ। ৯২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে সফরকারী শ্রীলঙ্কা। চা বিরতির আগ পর্যন্ত এক উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ১৯ রান। লিড বেড়ে দাঁড়িয়েছে ১১১ রানে
১৮৮ রানে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতা সঙ্গী হয়েছে বাংলাদেশের। লঙ্কান বোলিংয়ে ১৮৮ রানে অলআউট হয়েছে তারা। তাতে সফরকারীরা লিড পেয়েছে ৯২ রানের। অবশ্য লিডটা আরও বড় হতো, যদি না নবম উইকেটে দুই পেসার শরিফুল ও খালেদ দ্রুত গতিতে রান তুলতেন। ৩৫ বলে ৪০ রান যোগ করেছেন তারা।
অস্বস্তি নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দিনের ব্যাটিং ব্যর্থতা দ্বিতীয় দিনেও অব্যাহত থাকলো বাংলাদেশের। প্রথম ঘণ্টায় বেশিক্ষণ টিকতে পারেননি মাহমুদুল হাসান জয় ও শাহাদাত হোসেন। তার পর লিটন-তাইজুলের ব্যাটে ভালো প্রতিরোধ গড়ে উঠেছিল। কিন্তু লাঞ্চের আগে লিটনকে ফিরিয়ে ৪১ রানের জুটি ভেঙে নিজেদের কর্তৃত্ব ধরে রেখেছে লঙ্কানরা। প্রথম সেশনের তিনটি উইকেটই নিয়েছেন কুমারা।
ব্যাটারদের ওপর নির্ভর করছে বাংলাদেশের ভাগ্য
দারুণ শুরুর পরও সিলেট টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ। ৫৭ রানে ৫ উইকেট তুলে নেওয়ার পর অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। ২০২ রানের জুটি গড়েন ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। দুজনই সেঞ্চুরিও করেছেন। তাতে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ২৮০ রান। শেষ বিকালে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশও পড়ে যায় ব্যাটিং বিপর্যয়ে। ৩ উইকেট হারিয়ে ৩২ রান তুলে দিন শেষ করেছে বাংলাদেশ। এই অবস্থায় সিলেট টেস্টের গতিপথ অনেকটাই নির্ভর করছে দ্বিতীয় দিনের সকালে বাংলাদেশের ব্যাটিংয়ের ওপর।