বাংলাদেশকে চাপে ফেলে মধ্যাহ্ন বিরতিতে শ্রীলঙ্কা
দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার পেস বোলিং কোচ ধর্শনা গামাগে বলেছিলেন, ৩০০ রানের লিড নিতে পারলে সুবিধাজনক অবস্থানে থাকবে লঙ্কানরা। তৃতীয় দিনে তার সেই কথা রেখেছেন দুই ব্যাটার ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। প্রথম সেশন শেষে লঙ্কানদের লিড তিনশ ছাড়িয়েছে।
আজ রোববার (২৪ মার্চ) লাঞ্চের আগ পর্যন্ত ৬৩ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৩৩ রান তুলেছে লঙ্কানরা। প্রথম ইনিংসে পাওয়া ৯২ রানের লিড বেড়ে দাঁড়িয়েছে ৩২৫ রান। ধনঞ্জয়া ৮৫ ও মেন্ডিস ৫০ রানে অপরাজিত আছেন।
যদিও তৃতীয় দিনের শুরুটা ভালো হয়নি লঙ্কানদের। দিনের তৃতীয় ওভারেই খালেদের বলে স্লিপে থাকা মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বিশ্ব ফার্নান্দো। ২৪ বলে ৪ রানের বেশি করতে পারেননি তিনি। এরপরই পাল্টে যায় দৃশ্যপট। বাংলাদেশের বোলারদের কোনো পাত্তা না দিয়ে কামিন্দু মেন্ডিসকে নিয়ে ফের বড় জুটি গড়েন ধনঞ্জয়া। ১২৭ বলে গড়েন ১০০ রানের জুটি। মাঝে অবশ্য ৮২ বলে নিজের ফিফটি তুলে নেন অধিনায়ক ধনঞ্জয়া।
প্রথম ইনিংসেও লঙ্কানদের বড় সংগ্রহ গড়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই জুটি। তাদের ২০২ রানের জুটিতে ভর করেই স্কোরবোর্ডে ২৮০ রান তুলেছিল সফরকারীরা। লাঞ্চের আগে আর কোনো উইকেট তুলতে না পারায় পাহাড়সম চাপে বাংলাদেশ। দ্রুতই এই জুটিকে ফেরাতে না পারলে যে বিপদ আরও বাড়বে, তা বলার অপেক্ষা রাখে না।