শেষ ওভারের রোমাঞ্চে মুম্বাইকে হারাল গুজরাট
আইপিএলের অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। পাঁচবারের চ্যাম্পিয়রা চলতি আসরে মাঠে নেমেছে তৃতীয় দিন। আসরে নিজেদের প্রথম ম্যাচে রোববার (২৪ মার্চ) গুজরাট টাইটান্সের বিপক্ষে তাদের মাঠে মুখোমুখি হয়েছে হার্দিক পান্ডিয়া-রোহিত শর্মার দল। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির সামনে দারুণ এক জয়ের দেখা পেল তার রাজ্য দল গুজরাট। শেষ ওভারের রোমাঞ্চে মুম্বাইকে ছয় রানে হারিয়েছে গুজরাট।
আগে ব্যাট করে ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৬৮ রান জমা করে গুজরাট। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬২ রান করে মুম্বাই।
ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি মুম্বাইয়ের। শূন্য রানে সাজঘরের পথ ধরেন ইশান কিশান। ঋদ্ধিমান সাহার ক্যাচ বানিয়ে তাকে ফেরান আজমতউল্লাহ ওমরজাই। তবে, রোহিত শর্মা ছিলেন স্বভাবজাত ছন্দে। ২৯ বলে ৪৩ রান করেন তিনি। তাকে লেগ বিফোর করেন সাই কিশোর। ১০ বলে ২০ রান করে ওমরের বলে লেগ বিফোর হন নামান ধির। মুম্বাইয়ের ইমপ্যাক্ট প্লেয়ার ডেওয়াল্ড ব্রেভিসের ব্যাট থেকে আসে ৩৭ বলে ৪৭ রান। ফিরতি ক্যাচ নিয়ে তাকে থামান গুজরাটের ইমপ্যাক্ট প্লেয়ার মোহিত শর্মা।
এরপর জমে ওঠে ম্যাচ। ক্রমাগত উইকেট হারিয়ে জয়ের খুব কাছে গিয়েও থামতে হয় মুম্বাইকে। শেষ ওভারে জোড়া উইকেট নিয়ে মুম্বাইকে আটকে দেন উমেশ যাদব। অষ্টম ব্যাটার হিসেবে পান্ডিয়া আউট হলে ভেঙে যায় মুম্বাইয়ের জয়ের আশা। গুজরাটের পক্ষে যাদব, জনসন ও মোহিত।
এর আগে উদ্বোধনী জুটিতে গুজরাটের হয়ে শুভমান গিল ও ঋদ্ধিমান সাহা মিলে যোগ করেন ৩১ রান। ১৫ বলে ১৯ রান করে জসপ্রীত বুমরাহর বলে বোল্ড হন সাহা। অধিনায়ক গিলের ব্যাট থেকে আসে ২২ বলে ৩১ রান। তবে, আজমতউল্লাহ ওমরজাই ও ররেডভিড মিলার সুবিধা করতে পারেননি। ওমর ১৭ ও মিলার ১২ রান করে সাজঘরে ফেরেন। সাহার পর মিলারের উইকেটও পান বুমরাহ।
একদিকে উইকেট আগলে রাখেন সাই সুদর্শন। যদিও, তার ইনিংস ঠিক টি-টোয়েন্টিসুলভ ছিল না। ৩৯ বলে ৪৫ রান করে তিনিও পরিণত হন বুমরাহর শিকারে। বুমরাহর গতির ঝড়ে নাকাল হন গুজরাটের ব্যাটাররা। শেষ দিকে রাহুল টেওয়াতিয়ার ক্যামিও দলটিকে এনে দেয় লড়াইয়ের পুঁজি। রাহুলের ব্যাট থেকে আসে ১৫ বলে ২২ রানের ইনিংস। মুম্বাইয়ের পক্ষে চার ওভারে মাত্র ১৪ রান দিয়ে তিন উইকেট শিকার করেন বুমরাহ। জেরাল্ড কোয়েৎজে পান দুই উইকেট।