টেস্টে লিটনের টি-টোয়েন্টি সুলভ ব্যাটিংয়ে বিরক্ত নির্বাচকরা
শ্রীলঙ্কান ব্যাটাররা যেখানে ছড়ি ঘুরিয়ে রান তুলছে দেদারসে, সেখানে মাত্র ৩৭ রানে পাঁচ উইকেট হারিয়ে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। একই উইকেটে স্বাগতিক ব্যাটারদের এমন পারফরম্যান্সে হতাশ বিসিবি নির্বাচক আবদুর রাজ্জাক। বিশেষ করে টেস্ট ম্যাচে লিটনের টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিংয়ে বিরক্ত তিনি।
দল যখন খাদের কিনারায় তখন নিজের উইকেট স্রেফ আত্মাহুতি দিয়েছেন। বিশ্ব ফার্নান্দোর বল এগিয়ে এসে উড়াতে গিয়ে তালগোল পাকানো শটে ক্যাচ দেন কভারে। টেস্ট ক্রিকেটের প্রথম ডাকে লিটন নিজের জায়গাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছেন। দলের অন্যতম সিনিয়র ক্রিকেটারের কাছ থেকে এমন পারফরম্যান্স মোটেও প্রত্যাশা করতে পারছেন না রাজ্জাক।
গতকাল রোববার (২৪ মার্চ) দিনের খেলা শেষে গণমাধ্যমে রাজ্জাক বলেছেন, ‘হতাশাজনক। টেস্ট ম্যাচে একজন সিনিয়র ব্যাটসম্যান এভাবে আউট হওয়া ঠিক নয়। আসলে লিটন দাস একা বলে নয়, এখানে কিন্তু পাঁচটা উইকেট পড়ে গেছে। সবারই ভুল। যারা যারা টেস্ট ম্যাচ খেলছে, তাদের ‘ওর বয়স কম’, ‘ও ছোট’, ‘ও এখনো পাকাপোক্ত হয়নি’, এগুলো বলার আসলে সুযোগ নেই। এরকম সুযোগ আসলে হ্যান্ডেল করতে পারবে বলেই তাকে দেওয়া হয়েছে। কারও একার দোষ নয়।’
রাজ্জাক আরও যোগ করেন, ‘ব্যাটিংয়ের দিক থেকে যদি বলেন আমার কাছে খুবই অপ্রত্যাশিত মনে হয়েছে এবং গ্রহণযোগ্য নয়। এই রকম ব্যাটিং হবে, বিশেষ করে দ্বিতীয় ইনিংসে ওরা ভালো ব্যাটিং করেছে। ওদের ব্যাটিং দেখার পর আমাদের ব্যাটিং দুইরকম মনে হয়েছে। আমি হতাশ।’
উইকেটের কোনো সমস্যা আছে কি না এমন প্রশ্নের জবাবে রাজ্জাকের উত্তর, ‘উইকেটের সমস্যা হবে কেন। আধা ঘণ্টার মধ্যে পিচ কি আকাশ পাতাল পার্থক্য হয়ে যাবে নাকি। কিছুক্ষণ আগেই ওরা দুইজন একশ করে গেল। ১০ মিনিটের ব্রেক থাকে। ১০ মিনিটে উইকেটে কী এমন হলো। আসলে আমাদের প্রয়োগে কিছু ভুল হয়েছে। আসলে আমাদের ভুল।’