সিলেটে লজ্জার হার, শান্তর চোখে স্বাভাবিক
টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াইটা হয়েছে সমানে সমান। টেস্টে কঠিন প্রতিদ্বন্দ্বিতার আভাস মিললেও বাস্তবতা ভিন্ন। ব্যাটারদের অসহায় আত্মসমর্পণে বড় হারের মুখ দেখেছে বাংলাদেশ। সিলেটের ব্যর্থতা ভুলে চট্টগ্রাম টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় অধিনায়ক নাজমুল হোসেন শান্তর।
সিলেট শেষ হয়েছে সাড়ে চারদিনে। বাংলাদেশ হেরেছে ৩২৮ রানের বিশাল ব্যবধানে। এমন করুণ পরাজয়ের পর আজ সোমবার (২৫ মার্চ) পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হারের কারণ জানিয়ে শান্ত বলেন, ‘মাঝে মাঝে এমনটা (বড় পরাজয়) হওয়া স্বাভাবিক। তবে, কামিন্দু ও ধনঞ্জয়া যেভাবে ব্যাটিং করেছে সত্যিই অসাধারণ। পেসাররা যেভাবে শুরু করেছিল, তাদের নিয়ে আমি গর্বিত। উইকেট ভালো ছিল, শুরুতে কিছুটা মুভমেন্টও ছিল।’
ব্যাটারদের প্রসঙ্গে শান্ত বলেন, ‘নতুন বলে আমাদের অনেক উন্নতি করতে হবে। চট্টগ্রাম টেস্টের আগে হাতে কিছুটা সময় আছে, সেখানে গিয়ে এই বিষয়গুলো নিয়ে পরিকল্পনা করতে হবে। আশা করছি দারুণভাবে ফিরতে পারব। মুমিনুল ভাই অসাধারণ খেলেছে। সে তার অভিজ্ঞতার পরিচয় দিয়েছে। তার থেকে আমাদের এমনটাই প্রত্যাশা। আশাকরি সে এই ধারাবাহিকতা ধরে রাখবে।’
এই টেস্টের বাংলাদেশের জন্য একমাত্র প্রাপ্তি, ব্যাটার মুমিনুল হকের রানে ফেরা। লম্বা সময় ধরে হাসছিল না বাঁহাতি এই ব্যাটারের ব্যাট। সেঞ্চুরি পূরণ করতে না পারলেও ১৪৮ বলে তার ৮৭ রানের ইনিংস বাংলাদেশকে আশা দেখাচ্ছে। চট্টগ্রাম টেস্টেও নিঃসন্দেহে তার ব্যাটের দিকে চেয়ে থাকবে টিম ম্যানেজমেন্ট।