বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনকে আতিথ্য দেবে বাংলাদেশ
বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে এতটা ভালো করবে ফিলিস্তিন, নিজেরাও ভাবেনি। ম্যাচের প্রথম ৪০ মিনিট প্রবল বিক্রমে লড়েছিল বাংলাদেশ। এরপর স্তিমিত হয়ে পড়ে দলটি। ম্যাচ হারে ৫-০ গোলে। ফিফা বিশ্বকাপ বাছাইয়ে চলতি সপ্তাহে বড় হারের পর ফের মাঠে নামবে বাংলাদেশ।
বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিলিস্তিনকে আতিথ্য দেবে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে আগামীকাল মঙ্গলবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৩টায়।
মার্চের প্রথম দুই সপ্তাহে সৌদি আরবে উন্নত প্রশিক্ষণ নিয়েছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। আগের চেয়ে যথেষ্ট উন্নত হয়েছে দেশের ফুটবলের কাঠামো। শেখ মোরসালিন, মো. হৃদয়, সাদ উদ্দিন, তপু বর্মনদের আগামীর তারকা ভাবা হচ্ছে। চেষ্টা করছেন ফুটবলে ভালো কিছু উপহার দেওয়ার।
বিশ্বকাপ ২০২৬ এর এশিয়া অঞ্চলের প্রাক-বাছাইয়ের দ্বিতীয় পর্ব চলছে। বাংলাদেশের গ্রুপে আছে অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিন। দ্বিতীয় পর্বে লেবাননের বিপক্ষে ড্র করে ফিলিস্তিনের মোকাবিলা করে বাংলাদেশ। তবে, সেখানে চরম ভরাডুবি হলেও বাংলাদেশ কোচ কাবরেরা দলের বিষয়ে আত্মবিশ্বাসী। হাল ছাড়তে নারাজ তিনি।
কাবরেরা বলেন, ‘অ্যাওয়ে ম্যাচে যা হওয়ার হয়েছে। বড় ব্যবধানে ম্যাচ হেরেছি। তাই বলে আমাদের থেমে গেলে চলবে না। ম্যাচ বিশ্লেষণ করতে হবে, সেই অনুযায়ী কাজ করতে হবে। আশা করি ঘরের মাঠে ফিলিস্তিনের বিপক্ষে আমরা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারব।’