আর্জেন্টিনার জয়ের দিনে ব্রাজিলের হোঁচট
চোটের কারণে দলে নেই সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। তাতে, অবশ্য খুব একটা সমস্যা হচ্ছে না আলবিসেলেস্তেদের। এল সালভাদরের পর এবার প্রীতি ম্যাচে কোস্টারিকার বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। তবে, তিনবারের বিশ্বচ্যাম্পিয়দের জয়ের দিনে হোঁচট খেয়েছে ব্রাজিল।
আজ বুধবার (২৭ মার্চ) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস মেমোরিয়াল কলিসিয়ামে কোস্টারিকার বিপক্ষে ম্যাচে পিছিয়ে পড়েও ৩-১ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। দলটির হয়ে গোল করেন ডি মারিয়া, অ্যালিক্সিস ম্যাক অ্যালিস্টার ও লাউতারো মাটিনেজ।
ম্যাচের শুরু থেকে বল দখলে দাপট দেখায় আর্জেন্টিনা। আক্রমণেও এগিয়ে ছিল আলবিসেলেস্তারা। তবে, ম্যাচের ৩৪ মিনিটে হঠাৎ দুঃস্বপ্ন দেখে লিওনেল স্কালোনির শিষ্যরা। আর্জেন্টিনার জালে বল জড়িয়ে দেন কোস্টারিকার ম্যানফ্রেড উগালদে।
প্রথমার্ধে চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি আর্জেন্টিনা। তবে, দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে আর্জেন্টিনা। ৫২তম মিনিটে ফ্রি কিক থেকে চোখধাঁধানো শটে গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান ডি মারিয়া। এর মিনিট চারেক পরে দারুণ এক হেডে দলকে লিড এনে দেন ম্যাক অ্যালিস্টার। ২-১ ব্যবধানে এগিয়ে ম্যাচের নিয়ন্ত্রন নেয় আলবিসেলেস্তারা। কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন লাউতারো মার্টিনেজ। ৭৭ মিনিটে রদ্রিগো ডি পলের অ্যাসিস্টে ডান পায়ের দারুণ শটে গোল করেন তিনি।
এদিকে, মঙ্গলবার রাতে মাঠে নামে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও ব্রাজিল। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৩-৩ গোলের সমতা নিয়ে শেষ হয় ম্যাচ।