হাফসেঞ্চুরি হাঁকিয়ে টেস্টে যোগ দিচ্ছেন সাকিব
ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে আবারও মাঠে ফিরেছেন সাকিব আল হাসান। বিকেএসপিতে আজ বুধবার (২৭ মার্চ) শেখ জামাল ধানমন্ডির হয়ে করেছেন ৬৫ বলে ৫৩ রান। সাদা বলের ক্রিকেট শেষে আগামীকাল সাকিব পাড়ি জমাবেন চট্টগ্রামে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে দ্বিতীয় টেস্ট খেলতে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
সিলেটে প্রথম টেস্টে যাচ্ছেতাইভাবে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে ফিরিয়ে আনা হয়েছে সাকিবকে। আজ সিলেট থেকে চট্টগ্রাম যাবেন দলের সদস্যরা। সাকিব আগামীকাল যুক্ত হবেন তাদের সঙ্গে। সকালের ফ্লাইটে বাংলাদেশ ক্রিকেটের ভাগ্যবান শহরে পৌঁছানোর কথা তার।
আগামী ৩০ মার্চ থেকে শুরু হবে চট্টগ্রাম টেস্ট। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টটি বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। এর আগে ওয়ানডেতে বাংলাদেশ এবং টি-টোয়েন্টিতে সিরিজ জিতেছিল শ্রীলঙ্কা।
মাঠ ও মাঠের বাইরের বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ ক্রিকেট খুব বাজে সময় পার করছে। বিশেষত বিজ্ঞাপন ক্যাম্পেইন নিয়ে সমালোচনা, লিটন দাসের ফর্মহীনতা, রঙিন পোশাকে দারুণ করার পর সাদা পোশাকে অসহায় আত্মসমর্পন। এমন সময়ে সাকিবের অন্তর্ভুক্তি দলের শক্তি যেমন বাড়াবে, তেমনি স্বস্তি এনে দিয়েছে সবাইকে।