চট্টগ্রাম টেস্টের টিকিট মূল্য ঘোষণা
অনেক আশা নিয়ে সিলেট টেস্টে মাঠে নেমেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে চারদিনে টেস্ট হেরে নিভেছে আশার প্রদীপ। দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে চট্টগ্রামে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আগামী ৩০ মার্চ থেকে শুরু হবে ম্যাচটি।
এর আগে আগ্রহী দর্শকদের জন্য ম্যাচের টিকিট মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা।
সবচেয়ে কম টাকায় খেলা দেখা যাবে ওয়েস্টার্ন গ্যালারিতে বসে। টিকিট মূল্য ১০০ টাকা। ইস্টার্ন গ্যালারিতে মূল্য ২০০ টাকা। ক্লাব হাউজে বসে খেলা দেখতে চাইলে একটি টিকিটের খরচ পড়বে ৩০০ টাকা। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিট কিনতে লাগবে ৫০০ টাকা। একটু আয়েশে খেলা দেখার জন্য আছে রুফটপ হসপিটালিটি ও গ্র্যান্ড স্ট্যান্ড। দুই জায়গাতেই টিকিট পেতে গুণতে হবে এক হাজার টাকা করে।
চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের দলে যুক্ত করা হয়েছে সাকিব আল হাসানের নাম। সাকিবের উপস্থিতি স্বাগতিকদের বাড়তি সাহস জোগাবে। তবে, একই সময়ে দ্বিতীয় টেস্টের সময়ে দলের সঙ্গে থাকবেন না প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টটি বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। এর আগে ওয়ানডেতে বাংলাদেশ এবং টি-টোয়েন্টিতে সিরিজ জিতেছিল শ্রীলঙ্কা।