সাকিবের ফেরাটা দলের জন্য ইতিবাচক
গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দিয়ে তিনি জাতীয় দলে ফিরছেন। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল শনিবার (৩০ মার্চ) শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
সিলেটে প্রথম টেস্টে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে ফিরিয়ে আনা হয়েছে সাকিবকে। এই ম্যাচ দিয়ে বিশ্বসেরা অলরাউন্ডারও ফিরবেন আন্দর্জাতিক ক্রিকেটে। সাকিবের উপস্থিতি যে কোনো দলের জন্যই ইতিবাচক, এমনটিই জানান বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস।
ব্যক্তিগত কারণে দ্বিতীয় টেস্টের সময়ে দলের সঙ্গে থাকবেন না প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এ সময় অস্ট্রেলিয়া থাকবেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে ছুটি দিয়েছে। হাথুরুসিংহের অনুপস্থিতিতে দায়িত্ব সামলাবেন সহকারি কোচ নিক পোথাস।
চট্টগ্রাম টেস্টের আগে আজ সংবাদ সম্মেলনে আসেন পোথাস। সেখানেই সাকিবকে নিয়ে তিনি বলেন, ‘সাকিবের মতো একজনের থাকাটা যে কোনো দলের জন্যই ভাগ্য। সে বিশ্বসেরা। তার উপস্থিতি ড্রেসিংরুমের পরিবেশ বদলাতে সাহায্য করবে। তার সামর্থ্য দলকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে। তাকে দলে স্বাগত জানাচ্ছি।’
এর আগে দলে ফেরা প্রসঙ্গে গতকাল সাকিব বলেন, ’টেস্ট দলে ফিরতে পেরে স্বাভাবিকভাবেই আমি আনন্দিত। ম্যাচ জেতার আশা তো সবসময়ই করি। শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটি জেতা উচিত।’