লাঞ্চের পরই ধনঞ্জয়াকে ফেরালেন খালেদ
সিলেটের পর চট্টগ্রামেও রান পাহাড় গড়ার পথে শ্রীলঙ্কা। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ব্যাট হাতে আধিপত্য দেখাচ্ছে লঙ্কান ব্যাটাররা। যদিও লাঞ্চের পরই দারুণ খেলতে থাকা ধনঞ্জয়াকে ফিরিয়েছেন পেসার খালেদ আহমেদ। এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরার আগে ১১১ বলে ৭০ রান করেন তিনি।
চান্দিমালকে ফিরিয়ে প্রতিরোধ ভাঙলেন সাকিব
বোলারদের ব্যর্থতায় প্রথম দিনটা রাঙাতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় দিনের শুরুর এক ঘণ্টায়ও সাফল্যের দেখা পায়নি লাল-সবুজের দল। অবশেষে সাকিবের হাত ধরে দ্বিতীয় দিনে প্রথম সাফল্যের দেখা মিলল। ১০৪ বলে ৫৯ করে লিটনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ডানহাতি এই ব্যাটার। তার বিদায়ে ভাঙে ধনঞ্জয়ার সঙ্গে ১৪৬ বলে ৮৬ রানের জুটি।
দ্বিতীয় দিনেও দাপট দেখাচ্ছে শ্রীলঙ্কা
সিলেটের মতোই চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রান পাচ্ছেন শ্রীলঙ্কান ব্যাটাররা। প্রথম দিন শেষে তিন হাফ সেঞ্চুরিতে স্কোরবোর্ডে ৪ উইকেট হারিয়ে ৩১৪ রান তুলেছে লঙ্কানরা। দ্বিতীয় দিনেও সেই ধারা বজায় রেখেছে চান্দিমাল-ধনঞ্জয়ারা। দিনের শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়েছেন এই দুই ব্যাটার।
হতাশাময় দিন কাটালো বাংলাদেশ
সিলেট টেস্টে তাও বল হাতে শুরুটা ভালো হয়েছিল বাংলাদেশের, তারপর নিয়ন্ত্রণ হারিয়েছিল। কিন্তু চট্টগ্রামে প্রথম দিনটা পুরোপুরি শ্রীলঙ্কার। নিশান মাদুশকা, দিমুথ করুণারত্নে ও কুশল মেন্ডিসের ব্যাটে ৪ উইকেটে ৩১৪ রানে দিন শেষ করেছে সফরকারীরা। তাদের টপ অর্ডার ব্যাটারদের দাপটে বিবর্ণ একটি দিন পার করলো বাংলাদেশ।
সেঞ্চুরির আক্ষেপ নিয়ে করুনারত্নের বিদায়
সুযোগ ছিল চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরি তুলে নেওয়ার। কিন্তু হাসান মাহমুদের বলে বোল্ড হওয়ায় সেটা আর হয়নি। ১২৯ বলে ৮৬ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার। আউটের আগে মেন্ডিসের সঙ্গে মিলে গড়েন ১১৪ রানের জুটি। হাসান ব্রেকথ্রু না দিলে সেই জুটি আরও বড় হতে পারত। তবে, দলীয় ২১০ রানের মাথায় হাসানের বলে ড্রাইভ করতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন বাঁহাতি এই ব্যাটার। ১২৯ বলে ৮৬ রান এসেছে তার ব্যাট থেকে।
দেড়শ পেরিয়ে ছুটছে শ্রীলঙ্কা
আগে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে লঙ্কানরা। দুই ওপেনার মাদুশকা ও করুনারত্নের জুটিতে আসে ৯৬ রান। রান আউট হয়ে মাদুশকা ফিরলেও কুশল মেন্ডিসকে নিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন করুনারত্নে। এই দুই ব্যাটারের ব্যাটে দেড়শ পেরিয়ে ছুটছে সফরকারীরা।
অবশেষে সাফল্যের দেখা পেল বাংলাদেশ
প্রথম সেশনে বেশকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। পরবর্তীতে সেই সুযোগ কাজে লাগিয়ে আগে প্রথম সেশনে স্কোরবোর্ডে ৮৮ রান যোগ করেন লঙ্কানরা। অবশ্য, লাঞ্চ বিরতির পরই দ্রুত উইকেট হারায় দলটি। দলীয় ৯৬ রানের মাথায় রান আউট হয়ে সাজঘরে ফেরেন এই ডানহাতি ব্যাটার। আউটের আগে করেন ১০৫ বলে ৫৭ রান।
শ্রীলঙ্কার সাবধানী শুরু, উইকেটের খোঁজে বাংলাদেশ
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে দুই লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে ও নিশান মাদুশকা শুরুটা করেন দেখেশুনে। দলীয় ১৩ রানের মাথায় সুযোগ পেয়েও হাতছাড়া করে বাংলাদেশ। পেসার হাসান মাহমুদের বলে স্লিপে ক্যাচ তুলে দেন মাদুশঙ্কা। তবে, সহজ ক্যাচ ফেলেন দেন মাহমুদুল হাসান জয়।
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, হাসানের অভিষেক
বাংলাদেশকে চোখ রাঙাতে পারে চট্টগ্রামের শেষ পাঁচ টেস্টের পারফরম্যান্স। যেখানে বাংলাদেশ চারটিতেই হেরেছে। ড্র করেছে একটি। একমাত্র ড্রটি এসেছে শ্রীলঙ্কার বিপক্ষে। এছাড়া ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বিপক্ষে হেরেছে। আত্মবিশ্বাসের সঙ্গে ভয়ে থাকার যথেষ্ট কারণও আছে।