ব্যাট হাতে দুদিনের হতাশায় খানিকটা প্রলেপ বাংলাদেশের
টানা দুইদিন বাংলাদেশকে নাকানিচুবানি খাইয়েছে শ্রীলঙ্কা। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে দুদিন ধরে ছয় সেশন ব্যাটিং করে লঙ্কানরা। বাংলাদেশি বোলারদের ছন্নছাড়া বোলিং, ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়া মিলিয়ে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা তোলে ৫৩১ রান। অলআউট করতে পারলেও বাংলাদেশ দুদিনে বোলিং করেছে ১৫৯ ওভার। তবে, সাগরিকার শান্ত বিকেলে স্বাগতিকদের স্বস্তি দিয়েছেন ব্যাটাররা। এক উইকেট হারিয়ে বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করেছে ১৫ ওভারে ৫৫ রানে।
দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান সাবধানী শুরু করেন। ধীরে ধীরে সাবলীল হতে থাকেন দুজন। মাঝে রিভিউর আবেদন নিয়েছিল লঙ্কানরা। তাতে আম্পায়ার সাড়া দেননি। তবে, লাহিরু কুমারা ভাঙেন ৪৭ রানের ওপেনিং জুটি। ২১ রান করা জয়কে বোল্ড করেন কুমারা। এরপর আর কোনো বিপদ ছাড়াই তৃতীয় সেশনের বাকি সময়টা পার করে বাংলাদেশ। যদিও, লঙ্কানদের চেয়ে এখনও ৪৭৬ রানে পিছিয়ে স্বাগতিকরা। তবে, কোনো উইকেট না হারিয়ে আগামীকাল সোমবার (১ এপ্রিল) সকাল শুরু করাটা বাংলাদেশের জন্য বাড়তি পাওয়া বটে।
জাকির অপরাজিত আছেন ২৮ রানে। তাইজুল ইসলাম মাঠে নামবেন ছয় রান নিয়ে।
এর আগে প্রথম ইনিংসের ষষ্ঠ সেশনে এসে শ্রীলঙ্কাকে অলআউট করতে পেরেছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষ বিকেলে লঙ্কানরা দ্রুতই তিন উইকেট হারিয়েছে। এর আগে অবশ্য গড়েছে বিশাল সংগ্রহ। দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে প্রথম ইনিংসে আজ রোববার বাংলাদেশের বিপক্ষে ১৫৯ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ১০ উইকেটে ৫৩১ রান।
বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান তিনটি এবং হাসান মাহমুদ নেন দুই উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা প্রথম ইনিংস : ১৫৯ ওভারে ৫৩১/১০ (মাদুশকা ৫৭, করুনারত্নে ৮৬, কুশাল ৯৩, ম্যাথুস ২৩, চান্দিমাল ৫৯, ডি সিলভা ৭০, কামিন্দু ৯২*, প্রভাত ২৮, ফার্নান্দো ১১, কুমারা ৬, আসিথা ০; খালেদ ২০-২-৭১-১, হাসান ২৪-৫-৯২-২, সাকিব ৩৭-৫-১১০-৩, মিরাজ ৪৬-৭-১৪৬-১, তাইজুল ৩২-৬-১০৬-০)
বাংলাদেশ প্রথম ইনিংস : ১৫ ওভারে ৫৫/১ (জয় ২১, জাকির ২৮* তাইজুল ৬* ; বিশ্ব ৩-১-১২-০, আসিথা ৪-০-২১-০, কুমারা ৪-৩-৪-১ , প্রভাত ৪-১-১৩-০)