হায়দরাবাদকে অনায়াসেই হারাল গুজরাট
মাত্র এক ম্যাচ আগেই আইপিএলে ইতিহাস গড়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। গুজরাট টাইটান্সের বিপক্ষে আজ রোববার (৩১ মার্চ) ফের মাঠে নামে দলটি। আগে ব্যাটিং নেওয়া হায়দরাবাদ আবারও রানের ফোয়ারা ছোটাবে, এমনটিই হয়তো ভক্তদের প্রত্যাশা ছিল। তবে, রোজ তো আর ইতিহাস হয় না।
গুজরাটের বিপক্ষে আগে ব্যাট করে ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৬২ রান তোলে দলটি। সেটি সহজে টপকে যায় গুজরাট। ১৯.১ ওভারে তিন উইকেট হারিয়ে ১৬৮ রান করে তারা। পায় সাত উইকেটের সহজ জয়।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় হায়দরাবাদ। খুব একটা সুবিধা করতে পারেনি দলটির কোনো ব্যাটার। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন দুজন। অভিষেক শর্মা ২০ বলে ২৯ এবং আব্দুর সামাদ ১৪ বলে ২৯ রান করেন। এছাড়া হেনরিক ক্লাসেনের ব্যাট থেকে আসে ১৩ বলে ২৪ রান।
গুজরাটের হয়ে চার ওভারে ২৫ রানে তিন উইকেট শিকার করেন দলের ইমপ্যাক্ট প্লেয়ার মোহিত শর্মা।
লক্ষ্য খুব একটা বড় ছিল না। গুজরাটও শুরু করে সেভাবে। ওপেনিংয়ে ৪.১ ওভারে আসে ৩৬ রান। ১৩ বলে ২৫ করে পেরেন ঋদ্ধিমান সাহা। অধিনায়ক শুভমান গিলের ব্যাট থেকে আসে ২৮ বলে ৩৬ রান। গুজরাটের ইমপ্যাক্ট প্লেয়ার সাই সুদর্শন ৩৬ বলে ৪৫ করে দলকে জয়ের দিকে এগিয়ে নেন। তুলিতে শেষ আঁচড় দেন ডেভিড মিলার। ২৭ বলে অপরাজিত ৪৪ রানের ইনিংসে গুজরাটকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি।