যে উদ্দেশে চালু হবে বিসিবি টিভি
নিজস্ব টেলিভিশন চ্যানেল খুলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)—এই খবর ক্রীড়াঙ্গনে ঘুরছিল বেশ কমাস ধরেই। এবার সত্যিকার অর্থে আলোর মুখ দেখতে যাচ্ছে খবরটি। সব ধরনের খেলা সম্প্রচারের জন্য নিজেদের টেলিভিশন আনছে বোর্ড। যার নাম হবে—বিসিবি টিভি।
আজ রোববার (৩১ মার্চ) বিসিবির চলতি বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। যেখানে বিসিবির কার্যক্রম পরিচালনার সুবিধার্থে গঠনতন্ত্রে দুটি সংশোধনী আনা হয়েছে। যার মধ্যে আলোচনার একটি বিষয় ছিল নিজস্ব টেলিভিশন খোলা।
এজিএম শেষে সেই তথ্য দিলেন বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপন। সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি টিভি পরিচালনার উদ্দেশ্য ও ধরন ব্যাখা করে বিসিবিপ্রধান বলেন, ‘বাংলাদেশে সাধারণত দুটি টিভি আমাদের খেলাগুলো দেখায়। এখন তারা যে সমস্ত খেলা দেখাবে না সেগুলো আমরা দেখাব নিজেদের টিভিতে।’
চলমান সিরিজগুলোর উদাহরণ টেনে নাজমুল হাসান যোগ করেন, ‘বর্তমানে টেস্টের পাশাপাশি মেয়েদের সিরিজ ও প্রিমিয়ার লিগ চলছে। এই দুটি খেলা দেখানো হচ্ছে না। এখন আমরা চেষ্টা করব, মূল দলের খেলার পাশাপাশি বাকি খেলাগুলো দেখানোর। আমরা চাই ঘরোয়া ক্রিকেট টিভিতে দেখাতে। এটা যদি টিভিতে দেখানো হয় তাহলে ঘরোয়া ক্রিকেটের মান বাড়বে। আম্পায়ারিং নিয়ে কোনো সমস্যা হলেও ধরা পড়বে। সবমিলিয়ে আমরা সম্ভাব্য সব খেলাই দেখাতে চাচ্ছি।’
তবে, স্যাটেলাইট হবে না কি আইপি টিভি সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসেনি। আপাতত গঠনতন্ত্রে সংশোধনী এসেছে, পরে টিভি পরিচালনার ব্যাপারে মূল পরিকল্পনা আসবে বলেই জানিয়েছেন বোর্ডপ্রধান।
এতদিন বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী একটি ক্রীড়া ফেডারেশন হিসেবে বিসিবির আইনত টেলিভিশন চ্যানেল ও ক্রিকেটার্স ক্লাব জাতীয় কার্যক্রম পরিচালনা করার এখতিয়ার ছিল না। আজকের বার্ষিক সাধারণ সভায় গঠনতন্ত্রে প্রস্তাবিত সংশোধনী এনে বিষয়গুলোকে আইনের পরিধির মধ্যে এনেছে ক্রিকেট বোর্ড।