হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে স্বস্তিতে বাংলাদেশ
তিন ওভারের মধ্যে ১৫ রানে দুই উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে আজ (১ এপ্রিল) দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে লঙ্কানরা। শুরুতে দুই উইকেট হারালেও এরপর সামলে নেয় নিজেদের। ৪৫ রানের জুটি গড়েন নিশান মাদুশকা ও অ্যাঞ্জেলো ম্যাথুস। মাদুশকাকে মিরিজের ক্যাচ বানিয়ে ফেরান হাসান। একটু পর দিনেশ চান্দিমালও পরিণত হন হাসানের শিকারে। তার ক্যাচ নেন দিপু।
এর আগে লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নেকে বোল্ড করে সাজঘরে ফেরান হাসান। সর্বশেষ লিটন দাসের ক্যাচ বানিয়ে ফেরান ডেঞ্জারম্যান ধনঞ্জয়া ডি সিলভাকে। পাঁচ উইকেটের চারটিই নেন হাসান।
৭৮ রানে পাঁচ উইকেট হারালেও লঙ্কানরাই আছে চালকের আসনে। ইতোমধ্যে দলের লিড ৪৩০ পার হয়েছে।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কা করে ৫৩১ রান। জবাবে ১৭৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। তবে, স্বাগতিকদের ফলোয়ন না করিয়ে ফের ব্যাটিংয়ে নামে সফফররত শ্রীলঙ্কা।