ব্যাটিং নিয়ে চিন্তিত বাংলাদেশ অধিনায়ক
দুই টেস্টের তিন ইনিংসে বাংলাদেশ দুইশ রানও করতে পারেনি। সেখানে চতুর্থ ইনিংসে ৩১৮ কম নয়। অন্তত সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজ হিসাব করলে ব্যাটিংয়ে উন্নতি হয়েছে। তবে, রয়ে গেছে পুরোনো অভ্যাস। সেট হয়েও আউট হওয়ার বদঅভ্যাসে গুনতে হয়েছে হারের মাশুল।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজে বাংলাদেশ হেরেছে ২-০ ব্যবধানে। সিলেটের পর চট্টগ্রামেও বদলেনি নিয়তি। যদিও, মেহেদী হাসান মিরাজ চেষ্টা করেছেন হাল ধরতে। বাকি ব্যাটারদের ব্যর্থতায় নিঃসঙ্গ শেরপার মতো একাই লড়ে গেছেন। অর্ধশতক করা মুমিনুল হক, ৩৮ করা লিটন দাস কিংবা ৩৬ করা সাকিব আল হাসানের কেউ আরেকটু দায়িত্ব নিয়ে খেললে আজ হয়তো স্বপ্ন দেখা যেত ভিন্ন কিছুর।
সেট হয়েও বারবার এভাবে আউট হওয়াটা ভাবাচ্ছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। তিনি নিজেও ভালো করতে পারেননি সিরিজে। দ্বিতীয় ইনিংসে করেছেন মোটে ২০ রান। ম্যাচে শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলতে এসে শান্ত জানান, সেট হয়েও আউট হওয়ার ব্যাপারটা ভাবাচ্ছে তাকে।
শান্ত বলেন, ‘আমাদের ব্যাটাররা এই ইনিংসে খারাপ করেনি। সেট হয়েছিল কয়েকজন। সেট হয়েও অবশ্য টিকতে পারেননি। এই না পারাটা ভাবাচ্ছে আমায়। আমাদের আরও বেশি বেশি প্রথম শ্রেনির ক্রিকেট খেলতে হবে। তবে, মিরাজ ভালো করেছে। বোলিংয়ে হাসান মাহমুদ, সাকিবের ফেরাটা খারাপ হয়নি।’