অধিনায়ক গিলের ব্যাটে গুজরাটের বড় সংগ্রহ
ইনিংসে শেষ দুই বলে ছক্কা ও চার মারেন রাহুল তেওয়াটিয়া। চেষ্টা করেছিলেন দলের সংগ্রহ ২০০-তে নিতে। সেটি হয়নি। এক রান কম থাকতেই থেমে যায় গুজরাট টাইটান্স। আইপিএলে দিনের একমাত্র ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) মুখোমুখি হয়েছে গুজরাট ও পাঞ্জাব কিংস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। তবে, ঘরের মাঠের চেনা কন্ডিশনে ব্যাট হাতে বড় সংগ্রহই গড়েছে গুজরাট। ২০ ওভারে চার উইকেট হারিয়ে দলটির সংগ্রহ ১৯৯ রান।
টস হেরে ব্যাট করতে নামা গুজরাটের শুরুটা ছিল দ্রুতগতির। তিন ওভারে ২৯ রান আসে ওপেনিং জুটি থেকে। ১১ রান করা ঋদ্ধিমান সাহাকে ফিরিয়েছেন কাগিসো রাবাদা। ঋদ্ধি দ্রুত ফিরে গেলেও ব্যাটে ঝড় তোলেন গিল। তার ব্যাট থেকে আসে ৪৮ বলে অপরাজিত ৮৯ রান। গিলের ইনিংসটি সাজানো ছিল ছয়টি চার ও চারটি ছক্কায়।
ওয়ানডাউনে নামা কেন উইলিয়ামসন ভালো ইনিংসের আভাস দিয়েও ফিরে যান ২২ বলে ২৬ রান করে। তার উইকেট নেন হারপ্রিত ব্রার। গুজরাটের রান এগিয়ে নিতে সাহায্য করেন সাই সুদর্শন। গিল ও সুদর্শন মিলে বড় সংগ্রহের দিকে নিয়ে যান দলকে। ১৯ বলে ৩৩ করে হার্শাল প্যাটেলের বলে বিদায় নেন সুদর্শন।
তবে, এক প্রান্ত আগলে রেখে দলকে ঠিকই লড়াইয়ের পুঁজি এনে দেন অধিনায়ক গিল। শেষ দিকে তাকে সঙ্গ দেন রাহুল তেওয়াটিয়া। আট বলে ২৩ রানের ক্যামিও ইনিংস খেলেন তিনি।
পাঞ্জাবের পক্ষে রাবাদা দুটি এবং ব্রার ও প্যাটেল নেন একটি করে উইকেট।