ভিনিকে পেতে বিপুল অর্থ নিয়ে ৩ ক্লাবের অপেক্ষা
স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র। ২০১৮ সালে মাদ্রিদে যোগ দেন ভিনি। ২৩ বছর বয়সী ব্রাজিলিয়ান এই তারকা সময়ের ব্যবধানে নিজেকে মাদ্রিদের অন্যতম গুরুত্বপূর্ণ একজন ফুটবলারে পরিণত করেছেন। এবার তাকে পেতে তিনটি বড় ক্লাব অপেক্ষা করছে বিপুল অর্থ নিয়ে।
চলতি মৌসুমে মাদ্রিদের জার্সিতে ইতোমধ্যে ২৮ ম্যাচ খেলেছেন ভিনি। গোল করেছেন ১৮টি, অ্যাসিস্ট চারটি। আগামী গ্রীষ্মে তাকে পেতে তদবির শুরু করেছে ফরাসি ক্লাব পিএসজি এবং ইংলিশ ক্লাব লিভারপুল ও চেলসি। তিনটি ক্লাবই ভিনির জন্য প্রাথমিকভাবে মাদ্রিদকে ২০০ মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত।
গোল ডটকমে প্রকাশিত আজ শুক্রবারের (৫ এপ্রিল) একটি প্রতিবেদন অনুসারে, মাদ্রিদ যদিও ভিনিকে ছাড়ার ব্যাপারে আগ্রহী নয়। তবে, ক্লাবগুলো তরুণ এই তারকাকে পেতে মোটা অঙ্কের অর্থ খরচে রাজি। কথাবার্তা এখনও প্রাথমিক পর্যায়ে আছে।
এ ছাড়া, মাদ্রিদের আরেক তারকা রদ্রিগোকে দলে নিতে একাধিক ক্লাব প্রস্তাব তৈরি করেছে। এরমধ্যে বেশি শোনা যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানসিটি, লিভারপুল ও আর্সেনাল। রদ্রিগোর ব্যাপারে ভিনির মতোই ভাবনা মাদ্রিদের। আপাতত এদের ছাড়ার ইচ্ছা নেই ক্লাবটির।