সড়ক দুর্ঘটনায় আহত পাকিস্তানের দুই নারী ক্রিকেটার
পাকিস্তান জাতীয় নারী ক্রিকেট দলের দুই ক্রিকেটার বিসমাহ মারুফ ও লেগ স্পিনার গুলাম ফাতিমা গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন। তাদের দুজনকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার পর বোর্ডের মেডিকেল টিমের তত্ত্বাবধানে আছেন তারা।
দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিবৃতিতে জানিয়েছে, আঘাত গুরুতর নয়। সামান্য আহত হয়েছেন তারা। তাৎক্ষণিকভাবে শুশ্রূষার পর তারা এখন বোর্ডের মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন।
সামনে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান। ওই সিরিজের সম্ভাব্য সদস্য হিসেবে অনুশীলন ক্যাম্পে রয়েছেন তারা। সিরিজে ৩টি ওয়ানডের পাশাপাশি পাঁচটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। শুরু হবে ১৮ এপ্রিল। ৮ ম্যাচের সবগুলোই অনুষ্ঠিত হবে করাচি জাতীয় স্টেডিয়ামে।
মারুফ ও ফাতিমা দুজনেই পাকিস্তানের সর্বশেষ ওয়ানডে দলের সদস্য ছিলেন। ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ইনিংসে ৮৯ রান করেছেন মারুফ। সান্ত্বনার জয় পাওয়া তৃতীয় ম্যাচে ৬৮ রান করেছেন। অপর দিকে ৬ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ফাতিমা।