মেসির ফেরার ম্যাচেও জয়হীন মায়ামি
সময়টা খুব একটা ভালো কাটছে না যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের পাশাপাশি মেজর লিগ সকারেও জয়ের খরায় ভুগছে দলটি। এবার দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকে নিয়ে মাঠেও নেমেও জিততে পারল না টাটা মার্টিনো শিষ্যরা।
আজ রোববার (৭ এপ্রিল) মেজর লিগ সকারে কলোরাডো রেপিডসের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে মায়ামি। চোট কাটিয়ে ফিরে গোলের দেখা পেলেও দলকে জেতাতে পারেননি মেসি। মায়ামির হয়ে অন্য গোলটি করেন আফোনসো।
ম্যাচের শুরু থেকে বল দখলে এগিয়ে ছিল মায়ামি। তবে, কিছুতেই গোলের দেখা পাচ্ছিল না। আক্রমণে বারবার মায়ামিকে চ্যালেঞ্জ জানালেও জালের নিশানা খুঁজে পেতে সময় লাগে কলোরাডোর। প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে মায়ামি রক্ষণের ভুলে পেনাল্টি পেয়ে যায় কলোরাডো। স্পট কিকে দলকে এগিয়ে নিতে ভুল করেননি রাফায়েল নাভাররো। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।
এরপর দ্বিতীয়ার্ধের শুরু থেকে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে মায়ামি। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৫৭তম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে বাঁ পায়ের দারুণ শটে বল জালে জড়ান মেসি। তার এই গোলে ১-১ সমতায় ফেরে মায়ামি। প্রথম গোলের পর দ্বিতীয় গোল পেতেও অপেক্ষা করতে হয়নি দলটিকে। মাত্র মিনিট তিনেক পরই লিওনার্দো আফোনসোর গোলে এগিয়ে যায় মায়ামি।
এরপর আরও বেশকটি আক্রমণ করলেও ব্যবধান বাড়াতে পারেনি মায়ামি। একটা সময় মনে হচ্ছিল জয় নিয়েই মাঠ ছাড়তে যাচ্ছে মায়ামি। তবে, কে জানত নাটকীয়তার তখনও বাকি। ম্যাচের ৮৮ তম মিনিটে কোল ব্যাসেটের গোলে সমতায় ফেরে কলোরাডো। যার ফলে নিশ্চিত জয়ের ম্যাচে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় টাটা মার্টিনো শিষ্যদের।