দিল্লির বিপক্ষে বিশাল সংগ্রহ মুম্বাইয়ের
টানা তিন ম্যাচ হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। চলতি আসরে একমাত্র দল যারা এখনও জয়ের মুখ দেখেনি। ছন্দে নেই নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। সমালোচনায় জর্জর হচ্ছেন তিনি। নিজেদের চতুর্থ ম্যাচে আজ রোববার (৭ এপ্রিল) দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে মুম্বাই। আগে ব্যাট করে ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২৩৪ রান তোলে দলটি।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে বোলিং বেছে নেয় দিল্লি। ব্যাটিংয়ে পাঠায় স্বাগতিকদের। মুম্বাইয়ের শুরুটা হয়েছে ঝড়ের গতিতে। রোহিত শর্মা ও ইশান কিষাণের ওপেনিং জুটিতে সাত ওভারে আসে ৮০ রান। ২৭ বলে ৪৯ রান করে সাজঘরে ফেরেন রোহিত। ইশান বিদায় নেন ২৩ বলে ৪২ রান করে। দুজনকেই ফেরান অক্ষর প্যাটেল।
দীর্ঘদিন পর আজ মাঠে নেমেছেন সূর্যকুমার যাদব। নিজের ঝলক দেখাতে ব্যর্থ সূর্যকুমার। এনরিখ নরকিয়ার বলে আউট হয়ে শূন্য রানেই ফিরতে হয় তাকে।
এরপর হার্দিক পান্ডিয়া হাল ধরেন দলের। ৩৩ বলে ৩৯ রানের ইনিংস ঠিক পান্ডিয়া কিংবা টি-টোয়েন্টিসুলভ না হলেও দলকে টেনে নিয়েছে। তাকেও বিদায় করেন নরকিয়া। শেষ দিকে টিম ডেভিড আবারও ঝড় তোলেন। অপরাজিত থাকেন ২১ বলে ৮৫ রানে। তাকে সঙ্গ দিয়ে টর্নেডো তোলেন রোমারিও শেফার্ড। মাত্র ১০ বলে তিনটি চার ও চারটি ছক্কায় ৩৯ রানে অপরাজিত থাকেন তিনি। মুম্বাই পায় ২৩৪ রানের বিশাল সংগ্রহ।
দিল্লির হয়ে প্যাটেল ও নরকিয়া দুটি করে উইকেট নেন