বিশ্বকাপ নিয়ে বাড়তি প্রত্যাশা করতে বারণ করলেন শান্ত
বাংলাদেশকে দলকে নিয়ে ভক্ত-সমর্থকদের প্রত্যাশা, মাতামাতি কিংবা উন্মাদনার শেষ নেই। গত দুই দশকে বাংলাদেশের ক্যাবিনেটে নারী ও যুব দলের কল্যাণে যোগ হয়েছে দুটো ট্রফি। সেই হিসেবে সাকিব-শান্তদের ঝুলি এখনও শূন্য। সামনে আরেকটি বিশ্বকাপ, সেই বিশ্বকাপের আগেও ভক্তদের খুব একটা প্রত্যাশা করতে বারণ করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) এক অনুষ্ঠানে বিশ্বকাপে ভক্তদের প্রত্যাশা নিয়ে শান্ত বলেন, ‘প্রতিবছর আমি দেখি বিশ্বকাপের আগে এগুলো নিয়ে অনেক কথা হয়। আমার একটা অনুরোধ থাকবে যে খুব একটা প্রত্যাশা করার দরকার নেই। প্রত্যাশা যা আছে, সেটা মনের ভেতরেই থাকুক। আপনাদের মতো প্লেয়াররাও বড়কিছু করতে চায়।’
অধিনায়ক আরও যোগ করেন, ‘আসলে এটা নিয়ে খুব বেশি মাতামাতি আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না। ফলাফল হলে আপনি বুঝতেই পারবেন। যে দল খেলবে তারা প্রতি ম্যাচে জয়ের জন্য ১২০ শতাংশ দেবে। এই নিশ্চয়তা আমি দিতে পারি। প্রতিটা ম্যাচ যখন আমরা খেলি, অনেক আশা নিয়েই খেলি। আমরা যেটা পারি সেটাই করার চেষ্টা করি। জয়ের জন্যই খেলব, তবে আপনারা খুব বেশি মাতামাতি করবেন না ‘
উল্লেখ্য, আগামী ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। এর আগে মে মাসের শেষের দিকে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নাজমুল শান্তর দল। যা বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য প্রস্তুতির বড় মঞ্চ।