চেন্নাইয়ের ম্যাচ আজ, সুযোগ পাবেন মুস্তাফিজ?
আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি কোনো বাংলাদেশি, সেটি কি কখনো কারও ভাবনাতে ছিল? মুস্তাফিজুর রহমান সেই কাজটিই করেছেন। চলমান আইপিএলে পাঁচ ম্যাচে ১০ উইকেট নিয়ে জসপ্রীত বুমরাহর সঙ্গে শীর্ষে আছেন মুস্তাফিজ। লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে আজ শুক্রবার (১৯ এপ্রিল) মাঠে নামবে চেন্নাই সুপার কিংস।
মুস্তাফিজকে নিয়ে দেশের ক্রিকেটে দুদিন ধরে চলছে তর্ক-বিতর্ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের একটি বক্তব্যকে ঘিরে হচ্ছে সমালোচনা। তিনি বলেছিলেন—‘আইপিএল খেলে মুস্তাফিজের শেখার কিছু নেই। তার শেখার সময় শেষ। বরং, মুস্তাফিজের কাছ থেকে সেখানকার অনেক প্লেয়াররা শিখতে পারে। এতে বাংলাদেশের কোনো লাভ নেই। লাভ তাদের যারা মুস্তাফিজের কাছ থেকে শিখছে।’
জালাল ইউনুসের এই বক্তব্যের সমালোচনা করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ মোহাম্মদ সালাউদ্দিন নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘এরচেয়ে ভালো কিছু আশা করিনি। কী দুর্দান্ত ভাবনা! আমার জীবনে শোনা সেরা জোকস এটি।’
সবমিলিয়ে মুস্তাফিজ ইস্যুতে দেশের ক্রিকেটের ভেতরের অবস্থা অনেকটাই নাজুক। অন্যদিকে, চেন্নাইয়ে যেন নিজেকে ফিরে পেয়েছেন কাটার মাস্টার। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে আরও শানিত হচ্ছেন তিনি। সুযোগ পেলে আজও তার কাছ থেকে ভালো কিছুর প্রত্যাশাই থাকবে সবার।