পাকিস্তানের সঙ্গে নিয়মিত সিরিজ খেলতে চান রোহিত
সেই ২০১২-১৩ সালে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল ভারত-পাকিস্তান। সেবার পাকিস্তান দল ভারত সফরে গিয়েছিল। তারপর প্রায় এক যুগ হতে চলল। একাধিকবার খেলার কথা উঠলেও শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি দুদলের সিরিজ। আলোচনা সীমাবদ্ধ ছিল কথাবার্তাতেই।
ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের বৈরিতা থাকলেও ক্রিকেটাররা উন্মুখ একে অপরের বিপক্ষে খেলতে। এবার রোহিত শর্মাও জানালেন, পাকিস্তানে বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে তিনি মুখিয়ে আছেন। সুযোগ পেলে অবশ্যই খেলতে চান। ইএসপিএন ক্রিকইনফোতে প্রকাশিত প্রতিবেদনে এমনটিই বলা হয়েছে।
প্রতিবেদনে রোহিত বলেন, ‘পাকিস্তান চমৎকার একটি দল। ওদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পারলে ভালোই লাগবে। তাদের বোলিং লাইনআপ অসাধারণ। ভারত-পাকিস্তানের খেলা মানেই দারুণ প্রতিদ্বন্দ্বিতা। বিষয়টি উপভোগ্য। দুদলের দ্বিপাক্ষিক সিরিজ খেলা উচিত। সুযোগ পেলে আমি মিস করতে চাইব না সেটি।’
ক্রিকেটাররা চাইলে তো আর হবে না। বোর্ডগুলোকেও হতে হবে সদয়। যেখানে খেলোয়াড়দের কোনো হাত নেই। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) একমত না হলে কবে আবার দুই চিরবৈরি দেশের দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়, বলা মুশকিল।