বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রিকেটারদের দৌড় : কে হলেন সেরা?
মে মাসের শুরুতেই মাঠে গড়াচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজের আগে মাঠের প্রস্তুতি শুরু ক্রিকেটারদের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাকে ১৬০০ মিটারের দৌড়ে স্বাভাবিকভাবেই আধিপত্য পেসারদের।
আজ শনিবার (২০ এপ্রিল) ১৬০০ মিটার দৌড়ের প্রথম বহরে সেরা হন পেসার তানজিম হাসান সাকিব। দ্বিতীয় হন ওপেনার মাহমুদুল হাসান জয়। তালিকার তিনে টেস্টের অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক আর পঞ্চম হন মুশফিকুর রহিম।
দ্বিতীয় বহরে সবার আগে শেষ করেন তরুণ পেসার নাহিদ রানা। দ্বিতীয় হন আরেক পেসার হাসান মুরাদ। তৃতীয় হন পেসার মুশফিক হাসান। স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি হন চতুর্থ। ৩৮ পেরোনো ক্রিকেটার মাহমুদউল্লাহ সবার শেষে দৌড় শেষ করেছেন।
ফিটনেস সেশনে শেষে ট্রেনার ইফতেখার ইসলাম ইফতি গণমাধ্যমে বলেন, 'এই পরীক্ষার মাধ্যমে বুঝলাম খেলোয়াড়দের অবস্থাটা কেমন। এটার মধ্যে পাশ-ফেলের কিছু নেই। ডিপিএল গিয়েছে, বিপিএল গিয়েছে। এরপরে ওদের ফিটনেসের অবস্থা কি সেটা জানার জন্য এই উদ্যোগ। এটা জানার পর খেলোয়াড়দের কাকে কি অনুশীলন করাতে হবে এটা খুঁজে বের করব। ওদের জানিয়ে দেব, ওভাবে আমরা প্রয়োগ করব।'
উল্লেখ্য, বঙ্গবন্ধু স্টেডিয়ামে নতুন বসানো ৪০০ মিটারের অ্যাথলেটিকস ট্র্যাকে মোট চার চক্কর দৌড়ান ক্রিকেটাররা। এরপর ট্র্যাকেই হয় ৪০ মিটার স্প্রিন্টও। মূলত জিম্বাবুয়ে সিরিজের আগে ক্রিকেটারদের প্রস্তুতির অংশ হিসেবে এই আয়োজন করেছে বিসিবি। যেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের বিবেচনায় থাকা ৩৫ ক্রিকেটার।