মুস্তাফিজের খরুচে বোলিংয়ে হতাশ ধারাভাষ্যকাররা
আইপিএলে চলতি আসরে চেন্নাইয়ের মাঠে দারুণ সফল মুস্তাফিজ। প্রতি ম্যাচেই নেন একাধিক উইকেট। বিপরীত চিত্র চেন্নাইয়ের বাইরের ম্যাচগুলোতে। খরুচে বোলিংয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থ এই তারকা পেসার। মুস্তাফিজের এমন খরুচে বোলিংয়ে হতাশ ধারাভাষ্যকাররা।
গতকাল শুক্রবার (১৯ এপ্রিল) লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচে ৪ ওভারে সর্বোচ্চ ৪৩ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। এর আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও পঞ্চাশের বেশি রান দিয়েছেন তিনি। চেন্নাইয়ের বাইরের ম্যাচগুলোতে কোনোভাবেই সেরা ছন্দ খুঁজে পাচ্ছেন না এই ক্রিকেটার।
ম্যাচ শেষে মুস্তাফিজ প্রসঙ্গে হার্শা বলেন, 'চেন্নাই যখন ব্যাটিং করছিল তখন বল খানিকটা গ্রিপ করছিল। আমার মনে হয়েছিল এই উইকেটে ফিজ দুর্দান্ত বোলিং করবে। তবে, তেমনটা হয়নি। আমি জানি না উইকেটের ব্যাপারটা কি ছিল। তবে দেখে মনে হয়েছে পরের দিকে ব্যাটিং করাটা সহজ হয়ে গিয়েছিল।'
আরেক ধারাভাষ্যকার গিলক্রিস্ট বলেন, ‘আমার কাছেও ব্যাপারটা এমন মনে হয়েছে। আপনি যদি খেয়াল করে দেখেন যে মুস্তাফিজ কিন্তু ভালো স্লোয়ার দেওয়ার চেষ্টা করেছে। যদিও চেন্নাইয়ে এগুলো কাজে দিয়েছে, তবে এখানে দেয়নি।’
অবশ্য আইপিএলে আর বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না মুস্তাফিজ। আগামী ১ মে তাকে দেশে ফিরতে হবে। সেই হিসেবে একাদশে সুযোগ পেলেও মোট ৩টি ম্যাচ খেলার কথা রয়েছে তার।