অবশেষে সুস্থ মেসিকে পাচ্ছে মায়ামি
লিওনেল মেসি দীর্ঘদিন ধরেই লড়ছিলেন চোটের সঙ্গে। পেশির চোটে এতই ভুগছিলেন, টানা ৯০ মিনিট খেলার সামর্থ্য ছিল না। মাঝে জাতীয় দলের হয়ে মিস করেছিলেন একাধিক ম্যাচ। তাকে নিয়ে দুশ্চিন্তায় ছিল ক্লাব ইন্টার মায়ামিও।
মায়ামি অবশ্য জানিয়েছে, মেসি এখন সম্পূর্ণ সুস্থ। মেজর লিগ সকারে (এমএলএস) আগামীকাল ন্যাশভিলের মুখোমুখি হবে মায়ামি। সেই ম্যাচের আগে মেসিকে শতভাগ ফিট বলে ঘোষণা দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এমনটিই জানিয়েছে গোল ডটকম।
গোলে প্রকাশিত প্রতিবেদন মতে মায়ামি জানিয়েছে, ’মেসি ফিরছেন। তিনি এখন শতভাগ ফিট। খেলার জন্য প্রস্তুত। দলের সঙ্গে অনুশীলনও করেছেন। ন্যাশভিল ম্যাচে আমরা মেসিকে পুরো সময় পাবার আশা করছি।’
মেসি সুস্থ হয়ে ফিরলেও মায়ামি পাচ্ছে না জর্দি আলবা ও সার্গেই ক্রিভৎসবকে। চোটের কারণে দুজনকেই প্রায় সপ্তাহখানেক মাঠের বাইরে থাকতে হবে।
গত ১৪ এপ্রিল অবশ্য মেসির দল মায়ামি ৩-২ গোলে হারিয়েছিল কানসাস সিটিকে। সে ম্যাচে গোলও করেছিলেন মায়ামি অধিনায়ক। তবে, চোট পুরোপুরি কাটিয়ে উঠতে পেরেছেন মেসি, এটিই যেন স্বস্তির খবর।