বিসিবির ফিটনেস পরীক্ষায় আসেননি সাকিব
আসন্ন জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। আগামী মে মাসে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে। প্রতিপক্ষকে আতিথ্য দেওয়ার আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছে স্বাগতিক বাংলাদেশ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ শনিবার (২০ এপ্রিল) থেকে শুরু হয়েছে ক্যাম্প। সকালে ক্রিকেটারদের দৌঁড় প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রস্তুতি শুরু হয়। এই ক্যাম্পে ৩৯ জন খেলোয়াড় অংশ নেওয়ার কথা থাকলেও আজ উপস্থিত ছিলেন ৩৫ জন।
ক্যাম্পে ছিলেন না সাকিব আল হাসান। এ ছাড়া তামিম ইকবাল, তাসকিন আহমেদ, সৌম্য সরকার ও তাইজুল ইসলাম আসেননি আজকের প্রস্তুতিতে। পরবর্তীতে যোগ দিলে চারজনই অবশ্য ফিটনেস পরীক্ষা দিতে পারবেন। দেশের বাইরে থাকায় যোগ দিতে পারেননি সাকিব। দেশে ফিরে দলের সঙ্গে যুক্ত হবেন তিনি। এ দিকে ঢাকা প্রিমিয়ার লিগে টানা ম্যাচ খেলার ধকলে প্রথমদিনের ফিটনেস ক্যাম্পে ছিলেন না তামিম।
২০, ৪০ ও ১৬০০ মিটার স্প্রিন্টে অংশ নেন ক্রিকেটাররা। তাদের স্প্রিন্ট দেখে ফিটনেসের অবস্থা বুঝতে চেয়েছেন বাংলাদেশ দলের নতুন ট্রেনার ন্যাথান কিলি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রস্তুতির প্রথম পর্ব সেরে মিরপুর শেরেবাংলায় ফিরে যান ক্রিকেটাররা। সেখানে হয় প্রস্তুতির বাকি অংশ।