ফের রান উৎসব করে জিতল হায়দরাবাদ
ম্যাচ জিততে বিশ্ব রেকর্ডই করতে হতো দিল্লি ক্যাপিটালসকে। স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় ইনিংসে এত বেশি রান করে জিততে পারেনি কোনো দল। দারুণ লড়াই করেও সানরাইজার্স হায়দরাবাদের ছুঁড়ে দেওয়া ২৬৭ রানের অবিশ্বাস্য লক্ষ্য টপকাতে পারেনি ওয়ার্নারের দল।
গতকাল শনিবার (২০ এপ্রিল) আগে ব্যাটিংয়ে নেমে ট্রাভিস হেড ও অভিষেক শর্মার অবিশ্বাস্য ব্যাটিংয়ে ৭ উইকেট হারিয়ে ২৬৬ রান তোলে হায়দরাবাদ। জবাবে সব উইকেট হারিয়ে ১৯৯ রানে থামে দিল্লি। ৬৭ রানের জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে ওঠে আসল হায়দরাবাদ।
লক্ষ্য তাড়ায় নেমে প্রথম দুই ওভারে পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নার আউট হলেও জেক ফেসার ম্যাকগার্ক ও অভিষেক পোরেলের ব্যাটে পাওয়ার প্লেতে ৮৮ রান তোলে দিল্লি। সপ্তম ওভার শেষে ৮৪ রানের এই জুটি ভেঙে যায়। ১৮ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলেন ম্যাকগার্ক। আর ২২ বলে ৪২ রান আসে অভিষেকের ব্যাটে। শেষদিকে রিশাভ পান্ত ৩৫ বলে ৪৪ রান করেন, যদিও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
এর আগে ব্যাটিংয়ে নেমে ট্রাভিস হেড ও অভিষেক শর্মা মিলে পিচে রীতিমতো ঝড় তোলেন। মাত্র ৩৮ বলে ১৩১ রান আসে ওপেনিং জুটি থেকে। ১২ বলে ৪৬ রান করে কুলদীপ যাদবের বলে আউট হন অভিষেক। হেড ছিলেন আরও আগ্রাসী। ৩২ বলে ১১ চার ও ছয়টি ছক্কায় ৮৯ রান করেন তিনি। তাকেও ফেরান কুলদীপ। মাঝে এইডেন মার্করাম ও হেনরিক ক্লাসেন দ্রুত ফিরে যান। তাতেও অবশ্য থামেনি হায়দরাবাদের রানের গতি। ২৭ বলে ৩৭ রান করেন নিতিশ কুমার।
খেলায় শাহবাজ আহমেদ স্কোরবোর্ডে শেষ প্রলেপ দেন। ২৮ বলে অর্ধশতক তুলে নেন। ২৯ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ভর করে দলের রান পার করে ২৫০ এর ঘর। এবারের আসরে এর আগে ২৮৭ ও ২৭৭ রানের দুটি ইনিংস খেলে হায়দরাবাদ। দিল্লির পক্ষে চার উইকেট নেন কুলদীপ। বিনিময়ে যদিও ৫৫ রান দেন তিনি।