ধোনির জনপ্রিয়তা ধরা পড়ল ডি ককের স্ত্রীর ঘড়িতে
মাঠের ভেতর কিংবা বাইরে সব জায়গাতেই ভারতীয় তারকা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি অতুলনীয়। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে গেলেও ধোনির জনপ্রিয়তা একটুও কমেনি বরং বেড়েছে। সেই জনপ্রিয়তা আসলে কতটা, এবার তারই প্রমাণ মিলল দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার কুইন্টন ডি ককের স্ত্রী সাশা হার্লির ঘড়িতে।
ভারতের প্রতিটি ভেন্যুতে ধোনিকে নিয়ে সমর্থকদের বাড়তি উন্মাদনা দেখা যায়। সেটা নিজের মাঠ হোক বা প্রতিপক্ষের, তাতে কিইবা আসে-যায়! শুক্রবার লখনৌর বিপক্ষে ম্যাচেও দেখা গেল একই দৃশ্যের। এই ম্যাচে ধোনি মাঠে নামতেই স্লোগানে উত্তাল হয়ে ওঠে লখনৌয়ের ঘরের মাঠ। ‘ধোনি... ধোনি’ স্লোগানে মেতে ওঠে গ্যালারি। সৃষ্টি হয় প্রচন্ড শব্দ দূষণ। ওই সময় শব্দের মাত্রা ছাড়ায় ৯৫ ডেসিবেল।
যা আবার ধরা পড়ে ডি ককের স্ত্রীর স্মার্টওয়াচে। টানা ১০ মিনিট এমন মাত্রায় শব্দ দূষণ হলে যেকোনো মানুষের অস্থায়ীভাবে বধির হয়ে যাওয়ার শঙ্কা থাকে। বিষয়টি নিয়ে বিস্মিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি শেয়ার করেন তিনি। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
শুধু ডি করের স্ত্রী নন, ধোনির তুমুল জনপ্রিয়তায় বিস্মিত ওয়েস্ট ইন্ডিজ়ের নিকোলাস পুরানও। তিনি বলেছেন, ‘শুধু এই মৌসুমে নয়, প্রত্যেক মৌসুমে একই জিনিস দেখছি। ধোনি ব্যাট করতে নামার সময় গ্যালারির দিকে তাকালে মনে হয় হলুদ সমুদ্রের মাঝে রয়েছি। এটা একটা অসাধারণ দৃশ্য। ভারতে ধোনি জাতীয় নায়কের সম্মান পায়।’