গুজরাটের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাঞ্জাবের সাদামাটা সংগ্রহ
আইপিএলে আজকের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্স। ঘরের মাঠ মুলানপুর স্টেডিয়ামে আগে ব্যাট করে পাঞ্জাব। গুজরাটের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি প্রীতি জিনতার দল। ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে জমা করে ১৪২ রান।
টস জিতে ব্যাটিং বেছে নেন পাঞ্জাব অধিনায়ক স্যাম কারান। ওপেনিংটা ভালোই করেন কারান ও প্রভসিমরান মিলে। এই জুটিতে ৫.৩ ওভারে আসে ৫২ রান। ২১ বলে ৩৫ রানের ইনিংস খেলে মোহিত শর্মার শিকার হন সিমরান। ১৯ বলে ২০ রান করা কারানকে ফেরান রশিদ খান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাঞ্জাব।
চার উইকেট নিয়ে পাঞ্জাবের ব্যাটিং লাইন আপ ভেঙে দেন সাই কিশোর। চার ওভারে ৩৩ রান দেন তিনি। ৯২ রানে ছয় উইকেট হারিয়ে ফেলা পাঞ্জাবের শতরান পার করাও কঠিন মনে হচ্ছিল। সেখান থেকে হারপ্রিত ব্রারের ১২ বলে ২৯ রান দলকে শতরান ছাড়িয়ে যেতে সাহায্য করে। ব্রারের ইনিংসে ভর দিয়েই শেষ পর্যন্ত ১৪২ রানের সংগ্রহ গড়তে পারে পাঞ্জাব।
আজ রোববার (২১ এপ্রিল) গুজরাটের পক্ষে কিশোরের চার উইকেট ছাড়া দুটি করে উইকেট নেন নূর আহমেদ ও মোহিত শর্মা।