হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক হতে পারে আজ
জোর গুঞ্জন উঠেছিল চন্ডিকা হাথুরুসিংহে আর আসবেন না বাংলাদেশে। ছুটি নিয়ে অস্ট্রেলিয়া গিয়েছিলেন প্রধান কোচ। মার্চের শেষ সপ্তাহে ব্যক্তিগত কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ছুটি নেন তিনি। তিন সপ্তাহের বেশি সময় পরও দেশে না ফেরায় হাথুরুকে নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা।
সেই অনিশ্চয়তা কাটিয়েছিল বিসিবি। জানিয়েছিল, ২৩ এপ্রিলের মধ্যে দেশে ফিরবেন কোচ। হাথুরু ফিরেছেন গতকাল রোববার (২১ এপ্রিল)। ফিরে সুযোগ পাচ্ছেন না বিশ্রামের। আজ তাকে বসতে হতে পারে নির্বাচক কমিটির সঙ্গে। সামনে জিম্বাবুয়ে সিরিজ, এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই এই বৈঠকের আয়োজন।
হাথুরু ও নির্বাচক কমিটি মিলে মূলত সিদ্ধান্ত নেবেন দল ঘোষণার ব্যাপারে। আগামী ৩ মে থেকে জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশ পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সেই সিরিজের দলই ঘোষণা করার বিষয়ে বসবেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এবং বাকি দুই নির্বাচক আব্দুর রাজ্জাক ও হান্নান সরকার।
শোনা যাচ্ছে, পুরো সিরিজের জন্য একসঙ্গে দল দেবে না বাংলাদেশ। প্রথমে তিন ম্যাচের স্কোয়াড ঘোষিত হবে। বাকি দুই ম্যাচের দল ঘোষণা হবে পরে। এদিকে বিশ্বকাপের প্রাথমিক দল আইসিসিতে জমা দিতে হবে আগামী ১ মে’র মধ্যে। ছুটির পর তাই বলা চলে, ব্যস্ত সময় আসছে হাথুরুসিংহের জন্য।