জাতীয় দলের দায়িত্ব নিতে ঢাকায় মুশতাক আহমেদ
আগামী মাসের শুরুতেই জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে গড়াবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজকে সামনে রেখে একে একে ঢাকায় ফিরছেন কোচিং স্টাফের সদস্যরা। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের পর এবার ঢাকায় এলেন নবনিযুক্ত স্পিন কোচ মুশতাক আহমেদ। আর সকালে ঢাকায় পা রাখেন নতুন নিয়োগ পাওয়া পারফরম্যান্স অ্যানালিস্ট মোহসিন শেখ।
আজ সোমবার (২২ এপ্রিল) বিকেলে ঢাকায় পা রাখেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে মুশতাকের বাংলাদেশ অধ্যায়। যদিও বিশ্বকাপের কথা মাথায় নিয়েই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি।
ক্রিকেটারদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেলে দীর্ঘমেয়াদে নিয়োগ দেওয়া হতে পারে তাকে। জাতীয় দলে লেগস্পিনার কোচ নিয়োগ দেওয়ায় বেশি লাভ হবে রিশাদ হোসেনের মতো লেগস্পিনারদের। কারণ, ক্রিকেট ক্যারিয়ারে মুশতাক নিজেও যে ছিলেন একজন লেগি।
এদিকে, রোববার রাতে দেশে ফিরেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। মাঝে তার ফেরা না ফেরা নিয়ে নানা সংশয় তৈরি হলেও সব গুঞ্জন উড়িয়ে দেশে ফিরলেন তিনি। জানা গেছে, জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-২০ সিরিজের দল চূড়ান্ত করতে নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।
ধারণা করা হচ্ছে, চট্টগ্রামে অনুষ্ঠেয় প্রথম তিন টি-টোয়েন্টির জন্য দল দেওয়া হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় বাকি দুই ম্যাচের দল ঘোষণা করা হতে পারে পরে। দল ঘোষণা করলেও স্কিল ক্যাম্প কবে থেকে শুরু হবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।