জাতীয় দলে মুস্তাফিজের ব্যর্থতার কারণ জানালেন শরিফুল
জাতীয় দলের জার্সিতে সাম্প্রতিক সময়ে খুব একটা ছন্দে না থাকলেও আইপিএলে দারুণ পারফর্ম করছেন পেসার মুস্তাফিজুর রহমান। ৬ ম্যাচে ১১ উইকেট নিয়ে আছেন শীর্ষ উইকেটশিকারীর তালিকায়। আইপিএলে দুর্দান্ত মুস্তাফিজ কেন জাতীয় দলে ব্যর্থ, সেই প্রশ্নের উত্তর দিলেন সতীর্থ শরিফুল ইসলাম।
আজ সোমবার (২২ এপ্রিল) মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচশেষে গণমাধ্যমে মুখোমুখি হয়ে মুস্তাফিজ প্রসঙ্গে কথা বলেন শরিফুল। আইপিএলে ভালো করলেও জাতীয় দলে কেন সেভাবে পারছেন না? শরিফুল মনে করেন, জাতীয় দলে চাপটা বেশি থাকে, তাই পারফরম্যান্সে প্রভাব পড়ে।
শরিফুল বলেন, ‘মুস্তাফিজ ভাইয়ের প্রতিটা বল দেখি এবং ম্যাচের পরের দিন কথা হয়। আমার মনে হয় যে বাংলাদেশের চেয়ে আইপিএলে মুস্তাফিজ ভাই ভালো উপভোগ করেন। কারণ ওইখানে চাপটা খুব কম আরকি। বাংলাদেশে হয়তো অনেক চাওয়া থাকে, হয়তো একটু খারাপ হলে অনেক চাপ পড়ে।’
গত দুই ম্যাচে অবশ্য বেশ খরুচে ছিলেন মুস্তাফিজ। তার সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে শরিফুল আরও বলেন, ‘উনি তো ধারাবাহিকভাবে পারফর্ম করছেন লাস্ট ২-৩ টা ম্যাচ হয়তো আশানুরূপ করতে পারেনি। চাপ বলতে সবার চাওয়াটা একটু বেশি থাকে। উনি ভালো করছেন, হয়তবা সবার চাওয়া অনুযায়ী দুই-একটা ম্যাচ হয়তো করতে পারেননি।’
আইপিএল অভিযান শেষে সামনেই জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আবার বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে মুস্তাফিজকে। আইপিএল খেলার জন্য তার ছুটি ১ মে পর্যন্ত। চেন্নাইয়ের হয়ে তাই আর ৩টি ম্যাচ খেলার সুযোগ আছে তার।