দুর্দান্ত পারফরম্যান্সের পরও নারিনের বিশ্বকাপ দরজা বন্ধ
গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ক্যারিবীয় তারকা সুনিল নারিন। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। সিদ্ধান্ত পাল্টে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপে কি তিনি খেলবেন? প্রশ্নটা উঠেছে কারণ, আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন তিনি। অবশেষে অবসর ভেঙে বিশ্বকাপে ফেরা প্রসঙ্গে মুখ খুললেন এই ক্যারিবীয় তারকা।
চলতি আইপিএলে কলকাতার হয়ে ওপেন করতে নেমে একের পর এক বিধ্বংসী ইনিংস খেলছেন নারিন। ৭ ম্যাচে করেছেন ২৮৬ রান। স্ট্রাইক রেট প্রায় ১৭৭। যা দেখে অবাক ক্রিকেট বিশ্লেষকরা। বল হাতেও সমান ভাবে কার্যকরী এই তারকা ক্রিকেটার। ওভার প্রতি ৭ রান দিয়ে তুলে নিয়েছেন ৯টি উইকেট। যে কারণে নারিনকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার অনুরোধ জানান ক্যারিবিয়ান অধিনায়ক রভম্যান পাওয়েল।
অবশেষে নিজের সিদ্ধান্তের কথা জানালেন নারিন। জানিয়ে দিলেন আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কোনও পরিকল্পনা তার নেই। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে দেখার সুযোগ পাচ্ছেন না ভক্তরা। নারিন জানান, ‘সম্প্রতি আমার পারফরম্যান্সের পর অনেকেই ইচ্ছা প্রকাশ করেছেন, যেন আমি অবসর ভেঙে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলি। কিন্তু আমি আগের সিদ্ধান্তেই অনড় আছি। কাউকে হতাশ করতে চাই না, তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার দরজা আমি বন্ধই রাখতে চাই।’
তিনি আরও যোগ করেন, ‘যারা জুনে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলবে, তাদের সমর্থন করার জন্য আমি তৈরি। গত কয়েক মাস ধরে তোমরা অনেক পরিশ্রম করেছ। এবার আমাদের ভক্তদের দেখিয়ে দাও, আরেকটা বিশ্বকাপ জেতার জন্য তোমরা তৈরি। সকলকে অনেক শুভেচ্ছা।’
আগামী ১ জুন থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার আমেরিকা আর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আয়োজিত হতে চলেছে এই মেগা ইভেন্ট। যার ফলে ঘরের মাঠে বিশ্বকাপ জেতার সুযোগ থাকছে ক্যারিবিয়ানদের সামনে। এর আগে দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।