ক্রিকেটারদের সঙ্গে দেখা করতে বিসিবিতে নতুন স্পিন কোচ
বাংলাদেশ দলের নতুন স্পিন কোচ মুশতাক আহমেদ ঢাকায় পৌঁছেছেন গতকাল সোমবার (২২ এপ্রিল)। আজ এলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। বিসিবিতে এসে দেখা করলেন ক্রিকেটার, কোচ ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে। ড্রেসিংরুমে মুশতাককে বরণ করে নেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাইজুল ইসলামরা।
গত ১৬ এপ্রিল বালাদেশ দলের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয় মুশতাককে। ৫৩ বছর বয়সী সাবেক পাকিস্তানি তারকা লেগ স্পিনারের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি আপাতত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। তার কাজ শুরু হবে আসন্ন জিম্বাবুয়ে সিরিজ থেকে। বিসিবিতে সবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে অংশ নেন দলের মিটিংয়ে। যেখানে উপস্থিত ছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
বাংলাদেশের স্পিন বোলিং কোচ হওয়ার প্রতিক্রিয়ায় মুশতাক বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের অংশ হতে পারা আমার জন্য বেশ সম্মানের। আমি আমার কোচিংয়ের অভিজ্ঞতা ছেলেদের সঙ্গে ভাগাভাগি করে নেব। আমি বিশ্বাস করি, দল হিসেবে বাংলাদেশ খুবই চমৎকার। চেষ্টা করব নিজের সেরাটা দিতে।’
এর আগে ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইংল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব পালন করেন মুশতাক। এ ছাড়া, ২০১৮-১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং ২০২০-২২ পর্যন্ত পাকিস্তান দলের বোলিং কোচ হিসেবে ছিলেন তিনি। মাঝে কাজ করেছেন পাকিস্তানের বোলিং পরামর্শক হিসেবে।