কেন জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে নেই সাকিব-মুস্তাফিজ?
আগামী মাসের শুরুতেই মাঠে গড়াচ্ছে জিম্বাবুয়ে সিরিজ। বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ এই সিরিজকে সামনে রেখে ১৭ ক্রিকেটারকে নিয়ে বিশেষ ক্যাম্পের আয়োজন করেছে বিসিবি। যেখানে নাম নেই দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের। ফিট থাকার পরও কেন তাদের রাখা হলো না এই ক্যাম্পে?
আগামী ২৬ থেকে ২৮ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এই ক্যাম্প। এই ক্যাম্পে ভালো করা ক্রিকেটারদের থেকেই জিম্বাবুয়ে ও বিশ্বকাপের মূল স্কোয়াড বেছে নেওয়ার পরিকল্পনা নির্বাচকদের। তবে, গুরুত্বপূর্ণ এই ক্যাম্পে থাকছেন না সাকিব-মুস্তাফিজ।
চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলেননি সাকিব আল হাসান। প্রথম টেস্ট ম্যাচেও অংশ নেননি। তবে শেষ টেস্টটি খেলেছেন। মাঝে ডিপিএলে কয়েকটি ম্যাচেও খেলতে দেখা যায় তাকে। তবে, গুঞ্জন ছিল জিম্বাবুয়ে সিরিজের শুরু থেকে তার সার্ভিস পাবে না দল। সেই গুঞ্জনই সত্যি হলো।
জিম্বাবুয়ের সাথে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। তবে, ঢাকায় শেষ দুই ম্যাচে দেখা যাবে তাকে। এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। কেন সাকিব-মুস্তাফিজ ক্যাম্পে নেই সে প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি।
সাকিব-মুস্তাফিজের ক্যাম্পে না থাকার কারণ জানিয়ে লিপু বলেন, ‘দুর্ভাগ্যবশত সাকিব ও মুস্তাফিজ দেশে না থাকার কারণে তাদের আমরা এই ক্যাম্পে রাখতে পারিনি। একইভাবে সৌম্য সরকারও সম্পূর্ণ সুস্থ নন। তিনি চোট থেকে ফেরার প্রক্রিয়ায় আছেন। সেখানেও তার একটা নিবিড় পর্যবেক্ষণ হবে। তবে কৌশলগত দিক থেকে যে লেকচারগুলো হবে, সেগুলোতে যেন অংশ নিতে পারে, তাই তিনি দলের সঙ্গে থাকবেন।’
তিনি আরও বলেন, ‘সাকিবের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি এই মাসের শেষ নাগাদ বাংলাদেশে আসবেন। এরপর একটা সম্ভাবনা আছে, প্রিমিয়ার লিগে তার এক-দুইটা ম্যাচ খেলার সুযোগ থাকবে। তারপরে আমাদের টিম ম্যানেজমেন্টের তত্ত্বাবধানে ঢুকে যাবেন তিনি। সেখানে কিছু তো ক্রিকেটিং স্কিল অনুশীলনের সুযোগ থাকবে। এরপর অবশ্যই আমরা চাইব, যেহেতু ৫টি ম্যাচ আছে, শেষের দিকে যেন তিনি খেলার সুযোগ পান। শুরুর দিকে তাকে পাওয়া যাচ্ছে না।’
জানা গেছে, জাতীয় দলে ফেরার আগে শেখ জামাল ধানমন্ডির হয়ে সুপার লিগে একাধিক ম্যাচ খেলবেন সাকিব। শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও সাকিবের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সাকিব আগামী ২৬ এপ্রিল দেশে ফিরবেন। ২৮ এপ্রিল শেখ জামালের ম্যাচ আছে, সেই ম্যাচ খেলবেন। এরপর আগামী ১ ও ৪ মে আরও দুটি ম্যাচ আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। সেগুলোতে খেলার কথা রয়েছে তার।
অন্যদিকে, আইপিএলে খেলা পেসার মুস্তাফিজুর রহমান দেশে ফিরবেন আগামী ২ মে। মাত্র একদিনের বিরতি দিয়ে ৩ মে জিম্বাবুয়ের বিপক্ষে তাকে মাঠে নামাতে নারাজ বোর্ড। তাই প্রথম ম্যাচে তার খেলা হচ্ছে না। তবে, দ্বিতীয় ম্যাচেই ফিরছেন এই বাঁহাতি পেসার।