বাংলাদেশ সফরের জন্য শক্তিশালী দল ঘোষণা জিম্বাবুয়ের
চলতি মাসের শেষেই টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিকান্দার রাজাকে অধিনায়ক করে এই সিরিজের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। আগামী ৩ মে মাঠে গড়াবে এই সিরিজ।
আজ বুধবার (২৪ এপ্রিল) এক বিবৃতির মাধ্যমে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করে জেডসি। এই সিরিজকে সামনে রেখে বেশ ভালোভাবেই প্রস্তুতি নিয়েছে জিম্বাবুয়ে। দলে নতুন মুখ হিসেবে আছেন জোনাথন ক্যাম্পবেল।
এছাড়াও আছেন অভিজ্ঞ ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির মতো ক্রিকেটার। ফিরেছেন তাদিওয়ানাশে মারুমানি ও ফারাজ আকরাম। সিরিজের দলে থাকা বাকি খেলোয়াড়রা গত জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সর্বশেষ সিরিজের দলেও ছিলেন।
আগামী ৩ মে চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে। একই ভেন্যুতে যথাক্রমে ৫ ও ৭ মে সিরিজের পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ঢাকায় আগামী ১০ ও ১২ মে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি মাঠে গড়াবে।
বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে স্কোয়াড: সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্র্যানান বেনেট, জোনাথান ক্যাম্পবেল, ক্রেইগ আরভিন, জয়লর্ড গুম্বি, লুক জঙ্গুয়ে, ক্লাইভ মাদানদে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, আইনস্লে এনডলভু, রিচার্ড এনগারাভা ও শন উইলিয়ামস।