জিম্বাবুয়েকে হারাতে চট্টগ্রামে গোপন অনুশীলন করবে শান্তরা
আগামী সপ্তাহেই মাঠে গড়াবে জিম্বাবুয়ে সিরিজ। সেই সিরিজের আগে আগামীকাল থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন দিনের ক্যাম্প করবে ক্রিকেটাররা। সেই ক্যাম্পকে সামনে রেখে এরই মধ্যে ১৭ জনের স্কোয়াড ঘোষণা করেছে নির্বাচক প্যানেল। সেই ক্যাম্পে যোগ দিতে আজ চট্টগ্রামে যাবেন ক্রিকেটাররা।
এই অনুশীলন কাভার করার সুযোগ পাবেন না সাংবাদিকরা। এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বিসিবি। টিম ম্যানেজমেন্টের চাওয়াতেই ক্লোজ ডোর অনুশীলনের ব্যবস্থা করেছে বিসিবি। এই প্রথম নয় এর আগেও গোপনে এমন অনুশীলন করেছেন ক্রিকেটাররা।
অবশ্য তিন দিনের এই ক্যাম্পের আগেই জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি শুরু হয়েছে। গত দুইদিন ধরেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে হয়েছে লিটন-শান্তদের ব্যাট-বলের অনুশীলন। আজ সুপার লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলেই চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন ক্রিকেটাররা।
তিনদিনের এই প্রস্তুতি ক্যাম্পে দীর্ঘদিন পর সুযোগ পেয়েছেন অলরাউন্ডার মোহাম্মাদ সাইফউদ্দিন। এছাড়াও ডিপিএলে দারুণ খেলা পারভেজ হোসেন ইমনকেও সুযোগ দিয়েছে নির্বাচকরা। আছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম ও ব্যাটার আফিফ হোসেন। যদিও খুব একটা ছন্দে নেই এই ব্যাটার।
প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। অভিষেকের অপেক্ষায় থাকা তানজিদ তামিম নিজের ছন্দ খুঁজে পেতে মরিয়া। গত ওয়ানডে বিশ্বকাপে বেশিরভাগ ম্যাচে সুযোগ পেলেও আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি।