শঙ্কামুক্ত তেভেজ ফিরলেন বাড়ি
বুকের ব্যথা নিয়ে কার্লোস তেভেজ হাসপাতালে ভর্তি হন গতকাল গতকাল বুধবার (২৪ এপ্রিল)। সাবেক আর্জেন্টাইন তারকাকে নিবিড় পর্যবেক্ষণে রাখে আর্জেন্টিনার সান ইসিদ্রের ত্রিনিদাদ হাসপাতাল কর্তৃপক্ষ। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে সতর্কতার জন্য তাকে হাসপাতালে রেখে দেওয়া হয়।
ডাক্তাররা আজ তাকে শঙ্কামুক্ত ঘোষণা করেছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে তাদের প্রতিবেদনে আজ জানিয়েছে, তেভেজ এখন শঙ্কামুক্ত। তাকে হাসপাতাল কর্তৃপক্ষ ছেড়ে দিয়েছে। একটু সুস্থ হলেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তিনি।
উচ্চ রক্তচাপের সমস্যায় তেভেজ নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করাতে হাসপাতালে যান। ৪০ বছর বয়সী তেভেজ সবধরণের ফুটবল থেকে অবসর নিয়েছেন তিন বছর আগে। জাতীয় দল থেকে অবসর নেন ২০১৫ সালে। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৭৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তেভেজ।
ক্লাব ফুটবলে তেভেজ খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাসের মতো ক্লাবে। ম্যান ইউনাইটেডে খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে। ইউনাইটেড ও সিটি, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর জার্সিতেই ছিলেন বেশ উজ্জ্বল। ইউনাইটেডের হয়ে জিতেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা। সিটিজেনদের জার্সিতে লিগের পাশাপাশি জয় করেন এফএ কাপ। তবে, ক্যারিয়ারের শুরুর মতো শেষটা করেন বোকা জুনিয়র্সেই।
খেলোয়াড়ি জীবন শেষে তেভেজ ২০২২ সালে রোজারিও সেন্ট্রালের হয়ে শুরু করেন কোচিং ক্যারিয়ার। এক বছর পর যোগ দেন বর্তমান ক্লাব ইন্ডিপেন্দিয়েন্তেতে।