বেয়ারস্টোর ব্যাটে চড়ে কলকাতার রানপাহাড় টপকে পাঞ্জাবের জয়
রানবন্যার সমার্থক হিসেবে চলতি আইপিএলকে ধরা হলে, সেটি বোধহয় ভুল হবে না। যত বগড় সংগ্রহই করা হোক, সেটি যে একদমই নিরাপদ নয়। দিনের একমাত্র ম্যাচে শুক্রবার (২৫ এপ্রিল) যেন আরেকবার প্রমাণিত হল সেটি। কলকাতা নাইট রাইডার্সের পাহাড়সম রান আট বল হাতে রেখে টপকে গেছে পাঞ্জাব কিংস। পেয়েছে আট উইকেটের বিশাল জয়।
আগে ব্যাট করে ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৬১ রান রান করে কলকাতা। জবাবে ১৮.৪ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে ২৬২ রান করে পাঞ্জাব।
লক্ষ্যটা পাহাড়সম হলেও ভড়কে যায়নি পাঞ্জাব। প্রভসিমরান সিং ও জনি বেয়ারস্টো মিলে উদ্বোধনী জুটিতে ছয় ওভারে ৯৩ রান তোলে। মাত্র ২০ বলে ৫৪ রানের ইনিংস খেলে রানআউট হন প্রভসিমরান। এরপর ১৬ বলে ২৬ রান করে নারিনের বলে ফিরে যান রাইলি রসু। এতেই শেষ। জনি বেয়ারস্টো রীতিমতো ঝড় তোলেন ইডেনে। ৪৮ বলে ১০৮ রানে অপরাজিত থাকেন তিনি। বেয়ারস্টোর ইনিংসটি সাজানো ছিল আটটি চার ও নয়টি ছক্কার মারে।
বেয়ারস্টোকে যোগ্য সঙ্গ দেন শশাঙ্ক সিং। ২৮ বলে আট ছক্কায় ৬৮ রানে অপরাজিত থাকেন তিনি। তাতে ঘরের মাঠেই ভাঙে কলকাতার স্বপ্ন। ২৬১ রান করেও ধরে রাখতে পারল না সেটি, মানতে হয়েছে হার।
ইডেন গার্ডেনে টস হেরে ব্যাটিংয়ে নামা কেকেআরের ওপেনিংটা হয় দুর্দান্ত। ফিল সল্ট ও সুনিল নারিন মিলে ১০.২ ওভারে স্কোরবোর্ডে জমা করেন ১৩৮ রান। ৩২ বলে নয়টি চার ও চারটি ছক্কায় ৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন নারিন। তাকে ফিরিয়ে জুটি ভাঙেন রাহুল চাহার। আরেক ওপেনার সল্টকে বোল্ড করেন স্যাম কারান। বিদায়ের আগে সমান ছয়টি করে চার ও ছক্কায় ৩৭ বলে ৭৫ রানে ঝড়ো ইনিংস খেলেন সল্ট। দুই ওপেনারের গড়ে দেওয়া ভিতে বাকিরা রোনের ইমারত তোলেন। ২৩ বলে ৩৯ করে রানআউট হন ভেঙ্কটেশ আইয়ার।
এ ছাড়া, কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ১০ বলে ২৮ এবং আন্দ্রে রাসেলের ১২ বলে ২৪ রানের ক্যামিওতে কলকাতা পায় বিশাল সংগ্রহ। শ্রেয়াস ও রাসেল দুজনই পরিণত হন অর্শ্বদীপের শিকারে। পাঞ্জাবের পক্ষে অর্শ্বদ্বীপ দুটি এবং কারান ও চাহার একটি করে উইকেট পান।