যুবরাজের চোখে যেমন হতে পারে ভারতের বিশ্বকাপ দল
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে গড়াবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপকে সামনে রেখে প্রায়ই চূড়ান্ত ভারতের স্কোয়াড। জুনে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে ভারতের সম্ভাব্য দল ও সম্ভাবনা নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন ভারতের সাবেক কিংবদন্তি ক্রিকেটার যুবরাজ সিং।
গতকাল শুক্রবার (২৬ এপ্রিল) বিশ্বকাপের শুভেচ্ছাদূত হিসেবে যুবরাজের নাম ঘোষণা করে আইসিসি। সে সময় বিশ্বকাপে ভারতের দল প্রসঙ্গে খোলামেলা কথা বলেন যুবরাজ। কে হবেন আসন্ন বিশ্বকাপে ভারতের উইকেটরক্ষক। সেই প্রশ্নের সমাধানও দিয়েছেন যুবরাজ।
যুবরাজের মতে, রিশাভ পন্থ, সঞ্জু স্যামসন ও দিনেশ কার্তিকরা আলোচনায় থাকলেও অভিজ্ঞতা বিবেচনায় এগিয়ে থাকবেন কার্তিক। কারণ বড় মঞ্চে এর আগেও নিজেকে প্রমাণ করেছেন তিনি। এ ছাড়াও ওপরের দিকে কার্যকরী ভূমিকা রাখতে পারেন মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেটার সূর্যকুমার যাদব। যিনি বর্তমানে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন। যুবরাজের মতে, ১৫ বলের মধ্যে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য আছে তার।
এরপর মিডলঅর্ডারে চেন্নাই সুপার কিংসের ব্যাটার শিবাম দুবেকে চান যুবরাজ। কারণ চলতি আইপিএলে দারুণ ছন্দে আছেন তিনি। এর ওপর মিডলঅর্ডারে বাঁহাতি ব্যাটারের অভাব রয়েছে ভারতের। পেস বোলিংয়ে জাসপ্রিত বুমরাহ এর ওপরই ভরসা রাখছেন যুবরাজ।
এদিকে, দলের সবচেয়ে বড় দুই তারকা কোহলি-রোহিতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে অবসরের পরামর্শ তার। পাশাপাশি এই দুই ব্যাটারকে ওয়ানডে ও টেস্টে বেশি মনোযোগ দেওয়ার আহ্বান যুবরাজের।