রেকর্ডময় মেসিতে মায়ামির দাপুটে জয়
মাঠের ফুটবলের সময়টা দারুণ কাটছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির। ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়িয়েছে টাটা মার্টিনো শিষ্যরা। ন্যাশভিলে এফসির পর মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে নিউ ইংল্যান্ড রেভল্যুশন ক্লাবকে উড়িয়ে দিল মেসি-সুয়ারেজরা।
আজ রোববার (২৮ এপ্রিল) নিউ ইংল্যান্ডের মাঠে প্রায় ৬০ হাজার দর্শকের সামনে ৪-১ গোলে জয় তুলে নেয় মায়ামি। এই ম্যাচে অবশ্য মেসি ও লুইস সুয়ারেজের খেলা নিয়ে সংশয় ছিল। মূলত কৃত্রিম টার্ফে ম্যাচটি আয়োজিত হতে যাওয়ার কারণে তৈরি হয়েছিল এ শঙ্কা। তবে, মাঠে নেমেই মেসি দুটি ও একটি গোল করেন উরুগুইয়ান তারকা সুয়ারেজ।
ম্যাচের শুরুতেই ধাক্কা খায় মায়ামি। প্রথম মিনিটেই গোল করেন বসেন নিউ ইংল্যান্ডের ফরোয়ার্ড টমাস কানচেলে। শুরুতেই পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে মায়ামি। একের পর এক আক্রমণ করলেও গোলের দেখা পাচ্ছিল না ফ্লোরিডার ক্লাবটি। শেষমেশ ম্যাচের ৩২তম মিনিটে মেসির গোলে সমতায় ফিরে দলটি। ডানপ্রান্ত দিয়ে রবার্ট টেইলরের বাড়ানো বলে ডি-বক্সের ভেতর ঢুকে দারুণ ফিনিশিং দেন মেসি। বাকি সময়ে আর গোল না হওয়ায় ১-১ সমতায় বিরতিতে যায় দুদল।
এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের চাপ বাড়ায় মায়ামি। এবার গোলদাতার ভূমিকায় মেসি। ম্যাচের ৬৭তম মিনিটে সার্জিও বুসকেটসের বাড়ানো বলে বাঁ প্রান্ত দিয়ে বল জালে জড়ান মেসি। এই গোলের মাধ্যমে একাধিক রেকর্ড গড়েন আর্জেন্টাইন তারকা।
মেজর সকার লিগে এখন পর্যন্ত মেসিই প্রথম ফুটবলার যিনি এক মৌসুমে পাঁচটি পৃথক ম্যাচে একাধিক গোলের দেখা পেয়েছেন। এছাড়া মৌসুমের প্রথম সাত ম্যাচ থেকে ১৬টি গোল করেও রেকর্ড গড়েছেন তিনি। এখন পর্যন্ত প্রথম সাতটি ম্যাচ থেকে এত গোল কোনো ফুটবলার আদায় করে নিতে পারেননি।
২-১ ব্যবধানে এগিয়ে গিয়েও দমে যায়নি মায়ামি। ম্যাচের ৮৩ ও ৮৮ মিনিটে যথাক্রমে ক্রেমাশি ও সুয়ারেজের গোলে বড় জয় নিশ্চিত হয় ক্লাবটির। এই জয়ে ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করল মায়ামি। অন্যদিকে, ৯ ম্যাচে মাত্র ১ জয়ে তলানীতে অবস্থান নিউ ইংল্যান্ডের।