বিশ্বকাপের আগে দুই নতুন কোচ পেল পাকিস্তান
ভারতের মাটিতে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পর প্রধান কোচের চাকরি থেকে গ্র্যান্ট ব্র্যাডবার্নকে সরিয়ে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরপর থেকেই নতুন কোচের সন্ধানে বোর্ড। মাঝে বেশকিছু নাম শোনা গেলেও কাউকেই চূড়ান্ত নিয়োগ দেয়নি বোর্ড। অবশেষে, নতুন কোচের নাম ঘোষণা করল পিসিবি।
টেস্টে সাবেক অস্ট্রেলিয়ান তারকা পেসার জেসন গিলেস্পি আর ওয়ানডে ও টি-টোয়েন্টিতে প্রোটিয়া তারকা গ্যারি কারস্টেনকে দেওয়া হয়েছে প্রধান কোচের দায়িত্ব। আজ রোববার (২৮ এপ্রিল) সংবাদ সম্মেলনে নতুন কোচদের নাম ঘোষণা করেন পিসিবি প্রধান মহসিন নাকভি।
আর সব সংস্করণেই পাকিস্তানের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অলরাউন্ডার আজহার মেহমুদ। যিনি বর্তমানে দলটির অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করছেন। মাঝে অবশ্য অন্তর্বর্তী কোচের দায়িত্ব পালন করেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজ।
তবে, পরবর্তীতে তাকেও সরিয়ে দেয় পিসিবি। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলাকালীন অসি তারকা ক্রিকেটার শেন ওয়াটসনকে প্রস্তাব দেয় মহসিন নাকভির বোর্ড। যদিও তা গ্রহণ করেননি ওয়াটসন।
অস্ট্রেলিয়ার হয়ে ৭১টি টেস্ট ও ৯৭টি ওয়ানডে খেলা গিলেস্পি কিছুদিন আগে সাউথ অস্ট্রেলিয়া ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের প্রধান কোচের দায়িত্ব ছাড়েন। ২০১৪ ও ২০১৫ সালে কোচ হিসেবে ইয়র্কশায়ারকে টানা দুবার শিরোপা জিতিয়েছেন গিলেস্পি।
অন্যদিকে, ২০১১ সালে ভারতকে ঘরের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ জিতিয়েছিলেন কারস্টেন। দায়িত্ব নিয়ে এই প্রোটিয়া তারকা এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে নিয়ে কতদূর যেতে পারেন, সেটাই দেখার বিষয়।